‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ পাকিস্তানি রাহাতের গান মুছে ফেলার দাবি বাবুল সুপ্রিয়র
বাবুল আরও বলেন, গায়ক রাহাত বা অতিফকে নিয়ে কোনও সমস্যা নেই। ওদের পাকিস্তানি নাগরিকত্ব নিয়েই সমস্যা
![‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ পাকিস্তানি রাহাতের গান মুছে ফেলার দাবি বাবুল সুপ্রিয়র ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ পাকিস্তানি রাহাতের গান মুছে ফেলার দাবি বাবুল সুপ্রিয়র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/18/109711-50.jpg)
নিজস্ব প্রতিবেদন: এভাবে পাক শিল্পীদের বিরুদ্ধে আগে কখনও সুর চড়াতে দেখা যায়নি বাবুল সুপ্রিয়কে। তবে এবার তিনি দাবি জানালেন, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে রাহাত ফতেহ আলি খানের গাওয়া ‘ইস্তেহার’ গানটি মুছে ফেলতে হবে। একটাই কারণ, রাহাত পাকিস্তানি।
বাবুল একটি সর্বাভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। এরকম অবস্থায় আমি চাই রাহাতের জায়গায় অন্য কাউকে দিয়ে ওয়েলকাম টু নিউ ইয়র্ক ছবির ইস্তেহার গানটির ফের গাওয়ানো হোক। বুঝতে পারছি না আতিফ আসলাম কেন দিল দিয়া গালান গানটি গাইবে। ওর জায়গায় অরিজিৎ সিংকে নেওয়া যেত। দেশের এফএম স্টেশনগুলিতে যখন ওই গান বাজবে তখন হয়তো কোনও নিউজ চ্যানেল শহিদ সেনা জওয়ানদের নাম ঘোষণা করছে।
আরও পড়ুন-আত্মঘাতী হোক, তারপরই ব্যবস্থা, পুলিসের বেফাঁস মন্তব্যে চরম পরিণতি যুবকের
আগে কখনও পাক শিল্পীদের সম্পর্কে একটা কড়া কথা বলেননি এই বিজেপি সাংসদ। বাবুল আরও বলেন, গায়ক রাহাত বা অতিফকে নিয়ে কোনও সমস্যা নেই। ওদের পাকিস্তানি নাগরিত্ব নিয়েই সমস্যা। দেশের যেসব জওয়ান পাকিস্তানি সেনা-জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছেন তাদের পরিবার এরকম দাবি করতেই পারেন।