জন বার্লার পর সৌমিত্র খাঁ, এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি জানালেন BJP সাংসদ

বিজেপির নয়া মাথাব্যথা সৌমিত্র। 

Updated By: Jun 21, 2021, 02:31 PM IST
জন বার্লার পর সৌমিত্র খাঁ, এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি জানালেন BJP সাংসদ

নিজস্ব প্রতিবেদন: জন বার্লার পর সৌমিত্র খাঁ। বঙ্গভাগের দাবিতে সরব হলেন আরও এক বিজেপি সাংসদ। এবার রাঢ়বঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আর তাঁর এই মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

জন বার্লার বঙ্গভাগের বিতর্ক থেকে যখন দূরত্ব বাড়াচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব, তখন দিলীপ ঘোষদের অস্বস্তি বাড়ালেন সৌমিত্র খাঁ। একদিকে বঞ্চনা ইস্যুতে জন বার্লার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকে সমর্থন জানালেন তিনি। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়েও আলাদা রাজ্যের দাবি উঠবে বলেও হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের সাংসদ। এদিন Zee 24 Ghanta-কে সৌমিত্র খাঁ বলেন, Zee 24 Ghanta-কে বিজেপি যুব মোর্চার সভাপতি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তাই পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা বাংলা দেশ তৈরির চেষ্টা করছেন উনি। তাহলে আমরও রাঢ়বঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি জানাব।‘

আরও পড়ুন: ১৮ হাজার ফিট উচ্চতায় যোগ দিবস পালন! লাদাখের হাড়কাঁপানো ঠান্ডায় যোগাসন ITBP-কর্মীদের

মুখ্যমন্ত্রীর সমালোচনায় তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য কিছুই করেননি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ৫০ কিলোমিটার এলাকার মধ্যে ২৩ জন মন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী বারবার দিল্লির নেতাদের বহিরাগত বলেছেন। উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গের ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বললে অবাক হব না।‘  

আরও পড়ুন: International Yoga Day 2021: ভারতই এক বিশ্ব এক স্বাস্থ্যের পথ দেখাবে : Modi, যোগচর্চায় M Yoga অ্যাপের উদ্যোগ

বিজেপি সাংসদদের মন্তব্য ঘিরে দলের অন্দরেই স্পষ্ট দ্বিমত। বঙ্গভাগের মন্তব্য যে কোনও ভাবেই দল সমর্থন করে না, এদিন তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক এমন দাবি সমর্থন করে না বিজেপি। একই সুর রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের গলাতেও। ইতিমধ্যে বিরোধিতার সরব তৃণমূল। এই বিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘বিজেপি নেতারা বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি জানে না। তাঁরা ভারতের স্বাধীনতার ইতিহাস জানে না। তাঁরা কিছুই জানে না। বাংলা সম্পর্কে তাঁরা মনে মনে যে ক্ষোভ পুষে রেখেছিলেন, এটা তারই বহিঃপ্রকাশ। আগামিদিনে বাংলায় বিজেপি শূন্য হয়ে যাবে।’ 

.