নিজ গড়ে আজ শঙ্খনাদ মোদীর, র‌্যালিতে যোগ না দেওয়া সাসপেন্ড ৫ ছাত্র

নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ না দেওয়ায় সাসপেন্ড করা হল পাঁচ স্কুলছাত্রকে। গত ১৫ ফেব্রুয়ারি গুজরাটের বরোদায় একটি স্টেডিয়ামের উদ্বোধনে যান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। অভিযোগ সেই অনুষ্ঠানে যোগ দেয়নি ওই পাঁচ ছাত্র।

Updated By: Feb 20, 2014, 04:46 PM IST

আজ গুজরাটে সভা করবেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের ওই রালিতে মূলত যুবসমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।

সভার আয়োজনে রয়েছে বিজেপির যুব সংগঠন। বিজয় শঙ্খনাদ র‌্যালিতে প্রায় এক লক্ষ যুবক-যুবতী সভায় অংশ নেবেন বলে মনে করছেন বিজেপির নেতারা।

নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যোগ না দেওয়ায় সাসপেন্ড করা হল পাঁচ স্কুলছাত্রকে। গত ১৫ ফেব্রুয়ারি গুজরাটের বরোদায় একটি স্টেডিয়ামের উদ্বোধনে যান বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। অভিযোগ সেই অনুষ্ঠানে যোগ দেয়নি ওই পাঁচ ছাত্র।

সেই অপরাধে তাদের সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। কালেক্টরের কাছে ওই স্কুল এবং স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিভাবকদের সংগঠন। এদিকে এই বিতর্কের মধ্যেই মাঠে নেমে পড়েছে কংগ্রেস। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তারা।

.