দিল্লিতে সরকার গঠন করতে রাজি বিজেপি
নয়াদিল্লি: দিল্লিতে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে সরকার গঠনের পথে বিজেপি। সূত্রের মতে দিল্লিতে সরকার গঠন করতে রাজি হয়েছে ভারতীয় জনতা পার্টি। উপরাজ্যপাল নবীন জঙ্গের তরফে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার অপেক্ষা বাকি মাত্র।
মঙ্গলবার বিজেপির সংসদিয় কমিটির বৈঠকে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই দিনই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবে দল। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি রাজনাথ সিং জানান, উপরাজ্যপালের আমন্ত্রণ পাওয়ার পরই তাঁরা দিল্লিতে সরকার গঠনের বিষয়ে ভাবনা চিন্তা করে দেখবেন।
শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সরকার গঠন করতে দিল্লিতে নতুন করে নির্বাচন কারানোর দাবি তোলেন তিনি। বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা বেচার অভিযোগ করেছে আম আদমি পার্টি। কেজরিওয়ালদের সমস্ত অভিযোগ আগেই খারিজ করে দিয়েছেন রাজনাথ।