অনাস্থায় সমর্থন নিয়ে এখনও দ্বিধায় বিজেপি
কেন্দ্রে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন নিয়ে এখনও দ্বিধায় বিজেপি। মঙ্গলবার দিল্লিতে বিজেপি-র সংসদীয় কমিটির বৈঠকে অনাস্থা ইস্যু নিয়ে কোনও সিদ্ধান্ত বেরিয়ে এল না। বৈঠকের পর বিজেপি নেতারা কোনও সিদ্ধান্তই জানালেন না। দলের একটা বড় অংশ মনে করছে সংখ্যার পরিষ্কার একটা অভাব রয়েছে। এই সময় অনাস্থা আনলে পরোক্ষে তাতে কংগ্রেসেরই সুবিধা হবে। তবে বিজেপির আরও একটা মহল মনে করছে মমতাকে খুশি করার এটাই সেরা সময়, তাছাড়া এতেও নিজেদের শক্তিও বুঝে নেওয়া যাবে।
কেন্দ্রে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন নিয়ে এখনও দ্বিধায় বিজেপি। মঙ্গলবার দিল্লিতে বিজেপি-র সংসদীয় কমিটির বৈঠকে অনাস্থা ইস্যু নিয়ে কোনও সিদ্ধান্ত বেরিয়ে এল না। বৈঠকের পর বিজেপি নেতারা কোনও সিদ্ধান্তই জানালেন না।
দলের একটা বড় অংশ মনে করছে সংখ্যার পরিষ্কার একটা অভাব রয়েছে। এই সময় অনাস্থা আনলে পরোক্ষে তাতে কংগ্রেসেরই সুবিধা হবে। তবে বিজেপির আরও একটা মহল মনে করছে মমতাকে খুশি করার এটাই সেরা সময়, তাছাড়া এতেও নিজেদের শক্তিও বুঝে নেওয়া যাবে। তবে একটা বিষয়ে বিজেপি নেতারা একমত কোনভাবেই এই বিষয়ে সবাই তাড়াহুড়ো করা হবে না। মমতা আগে যথেষ্ট সংখ্যাক সমর্থন জোগাড় করুন, তারপর নিজেদের অবস্থান জানাবে বিজেপি। এমন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আজকের এই বৈঠকে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে এনডিএ-র রণকৌশল নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।