আরপিএফ জওয়ানের তত্পরতায় ট্রেনের নীচে যেতে যেতে বাঁচল বালক
লাফ দিয়ে ট্রেনে উঠতে গিয়ে ছেলেটি কোনওভাবে প্লাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে গলে যায়
নিজস্ব প্রতিবেদন: রেল নিরাপত্তা কর্মীর তৎপরাতায় মৃত্যুর হাত থেকে বাঁচল মুম্বইয়ের এক বালকের প্রাণ। প্লাটফর্ম ও ট্রেনের মধ্যের ফাঁকে ছেলেটি পড়ে যেতেই ঝাঁপিয়ে তাকে টেনে তুললেন ওই রেলকর্মী। মুম্বইয়ের নইগাঁও স্টেশনের ঘটনা।
#WATCH Railway Protection Force personnel saves a boy from falling under a moving train at Naigaon railway station in Mumbai (2.2.18) pic.twitter.com/So8En2GkzI
— ANI (@ANI) February 5, 2018
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার মুম্বইয়ের নইগাঁও স্টেশনে ছেলেটি তার মায়ের সঙ্গে ট্রেনে উঠছিল। মা ট্রেনে উঠে গেলেও ছেলেটি ওঠার আগেই ট্রেনটি গতি নিয়ে নেয়। লাফ দিয়ে ট্রেনে উঠতে গিয়ে ছেলেটি কোনওভাবে প্লাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে গলে যায়।
আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় বেলাগাম পাক গোলাগুলি, শহিদ এক ক্যাপ্টেন-সহ ৪
ছেলেটি পড়ে যেতেই প্লাটফর্মের লোকজন চিৎকার করে ওঠে। চলন্ত ট্রেন থেকে নেমে দৌড়ে আসেন এক ব্যক্তি। তার আগেই ঘটনাটি লক্ষ্য করে দৌড়ে যান সুনীল নাপা নামে এক আরপিএফ জওয়ান। কোনওক্রমে টেনে তোলেন ওই ছেলেটিকে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। দেখুন সেই দৃশ্য।