৯ সেনা জওয়ান দোষী
কাশ্মীরে বডগামে সেনার গুলিতে কাশ্মীরি যুবকদের প্রাণহানির ঘটনায় এক জুনিয়র সেনা আধিকারিক সহ ৯ জওয়ানকে দোষী সাব্যস্ত করা হল। ৫৩ রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানদের গুলিতে গত ৩ নভেম্বর ছট্টরগ্রামে নিহত হয় দুই যুবক। আহতও হয় আরও দু'জন।
![৯ সেনা জওয়ান দোষী ৯ সেনা জওয়ান দোষী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/27/31725-kashmir-badgam.jpg)
শ্রীনগর: কাশ্মীরে বডগামে সেনার গুলিতে কাশ্মীরি যুবকদের প্রাণহানির ঘটনায় এক জুনিয়র সেনা আধিকারিক সহ ৯ জওয়ানকে দোষী সাব্যস্ত করা হল। ৫৩ রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানদের গুলিতে গত ৩ নভেম্বর ছট্টরগ্রামে নিহত হয় দুই যুবক। আহতও হয় আরও দু'জন।
এই ঘটনায় তদন্ত শেষ করেছে সেনা। তদন্তে জওয়ানদের দোষ পাওয়া গিয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেদিন একটি মারুতি গাড়িতে আচমকাই গুলি চালায় সেনা। গুলিতে ফয়জল ইউসুফ, মেহরাজউদ্দিন দরের প্রাণ যায়। এই ঘটনার পর সেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নির্দেশ হয় কোর্ট তদন্তের।