আগে ট্রেনে চড়ুন, পরে দাম দিন, ভারতীয় রেলের নতুন ধামাকার আসল কারণ কী?
আগে টিকিট কাটুন, পরে দাম দিন। শুধু তাই নয়, আগে ট্রেনে চড়ে পরে তার দাম মেটালেও চলবে। আপনি অবাক হলেও অনলাইনে টিকিট কাটা যাত্রীদের জন্য ঠিক এমনই অভিনব ব্যবস্থা আনল ভারতীয় রেল। এই ব্যবস্থায় আগে টিকিট কেটে নেওয়ার পর ১৫ দিনের মধ্যে দাম মিটিয়ে দিতে হবে। এই ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে কনফর্মড, ওয়েটলিস্ট এবং আরএসি বার্থের ক্ষেত্রে। এই সুবিধা গ্রহণ করলে যাত্রীরা টিকিট কাটার পাঁচ দিনের মধ্যেই ট্রেনে চড়তে পারবেন এবং সেক্ষেত্রে দাম মেটানোর জন্য সময় পাবেন যাত্রার ১০ দিন পর পর্যন্ত। তবে এই ব্যবস্থার সুবিধা পেতে গেলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময় '১৫ দিন পরে দাম মেটানোর' বিকল্পটি বেছে নিতে হবে (আধার ও প্যান নম্বরও প্রয়োজন হবে) এবং এর জন্য অতিরিক্ত ৩.৫ শতাংশ এবং ট্যাক্স দিতে হবে।
ওয়েব ডেস্ক: আগে টিকিট কাটুন, পরে দাম দিন। শুধু তাই নয়, আগে ট্রেনে চড়ে পরে তার দাম মেটালেও চলবে। আপনি অবাক হলেও অনলাইনে টিকিট কাটা যাত্রীদের জন্য ঠিক এমনই অভিনব ব্যবস্থা আনল ভারতীয় রেল। এই ব্যবস্থায় আগে টিকিট কেটে নেওয়ার পর ১৫ দিনের মধ্যে দাম মিটিয়ে দিতে হবে। এই ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে কনফর্মড, ওয়েটলিস্ট এবং আরএসি বার্থের ক্ষেত্রে। এই সুবিধা গ্রহণ করলে যাত্রীরা টিকিট কাটার পাঁচ দিনের মধ্যেই ট্রেনে চড়তে পারবেন এবং সেক্ষেত্রে দাম মেটানোর জন্য সময় পাবেন যাত্রার ১০ দিন পর পর্যন্ত। তবে এই ব্যবস্থার সুবিধা পেতে গেলে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময় '১৫ দিন পরে দাম মেটানোর' বিকল্পটি বেছে নিতে হবে (আধার ও প্যান নম্বরও প্রয়োজন হবে) এবং এর জন্য অতিরিক্ত ৩.৫ শতাংশ এবং ট্যাক্স দিতে হবে।
ট্রেন যাত্রীদের আরও বেশি করে অনলাইন টিকিট তথা ডিজিটাল পেমেন্টের প্রতি আগ্রহী করে তুলতেই ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে ৫৮ শতাংশ ট্রেন টিকিট অনলাইনে কাটা হয়। (আরও পড়ুন- দাম বাড়ল পেট্রোল-ডিজেলের)