আর্থিক বৃদ্ধির হার ৩ বছরের মধ্যে সবচেয়ে কম ২০১৬-১৭ অর্থবর্ষে

জানুয়ারি থেকে মার্চে ভারতের জাতীয় আয় বা GDP বাড়ল মাত্র ৬.১ শতাংশ। এর জেরে ফের চিনের কাছে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের শিরোপা খোলায় ভারত। ২০১৬-১৭ অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.১ শতাংশ। যা ৩ বছরে সবচেয়ে কম। নোট বাতিলের জেরে চাহিদা কমাতেই বৃদ্ধিতে ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Updated By: Jun 1, 2017, 04:23 PM IST
আর্থিক বৃদ্ধির হার ৩ বছরের মধ্যে সবচেয়ে কম ২০১৬-১৭ অর্থবর্ষে

ওয়েব ডেস্ক: জানুয়ারি থেকে মার্চে ভারতের জাতীয় আয় বা GDP বাড়ল মাত্র ৬.১ শতাংশ। এর জেরে ফের চিনের কাছে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের শিরোপা খোলায় ভারত। ২০১৬-১৭ অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.১ শতাংশ। যা ৩ বছরে সবচেয়ে কম। নোট বাতিলের জেরে চাহিদা কমাতেই বৃদ্ধিতে ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিছুটা মুখ রক্ষা করেছে কৃষি। গত বছর ভাল বর্ষার হাত ধরে ৪.৯ শতাংশ হারে বার্ষিক ফলন বেড়েছে। এপ্রিল পরিকাঠামো শিল্পে উত্‍পাদন বেড়েছে ২.৫ শতাংশ। কয়লা, অশোধিত তেল ও সিমেন্ট উত্‍পাদন কমায় ঢিমেতালে এগিয়েছে পরিকাঠামো শিল্প। মোদী সরকারের ৩ বছর পূর্তির মাথায় এই পরিসংখ্যান তাদের কাছে অস্বস্তিকর বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

.