পেট্রোল-ডিজেলে জিএসটি চালু হোক চায় না সরকার, রাহুলের নিশানায় মোদী
পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার এনিয়ে বৈঠক করলেও তার কোনও ফলই হয়নি।
![পেট্রোল-ডিজেলে জিএসটি চালু হোক চায় না সরকার, রাহুলের নিশানায় মোদী পেট্রোল-ডিজেলে জিএসটি চালু হোক চায় না সরকার, রাহুলের নিশানায় মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/13/124237-4.jpg)
নিজস্ব প্রতিবেদন: পেট্রোল-ডিজেলে জিএসটি চালু করার পক্ষে সওয়াল করলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার জিএসটি চালু করতে চায় না বলেও অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন-কর্ণাটকে ফের হার বিজেপির, জোটমন্ত্রে বাজিমাত কংগ্রেস-জেডিএসএর
বুধবার মুম্বইয়ে সংবাদমাধ্যমকে রাহুল বলেন, ‘পেট্রোল-ডিজেলের দাম দিনের পর দিন মানুষের ওপরে চেপে বসছে। কেন্দ্রের এনিয়ে হেলদোল নেই। আমরা বলেছিলাম পেট্রোল-ডিজেলের ওপরে জিএসটি লাগু করা হোক। কিন্তু মোদী সরকার তাতে রাজি নয়।’
উল্লেখ্য, পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার এনিয়ে বৈঠক করলেও তার কোনও ফলই হয়নি। কংগ্রেস সভাপতি বলেন, 'প্রধানমন্ত্রীজি, আপনি পেট্রোল-ডিজেলের দাম ১ পয়সা কমিয়েছেন। এর থেকে বালখিল্য আর কিছু হয় না।'
আরও পড়ুন-ফের বীরভূমে বিস্ফোরণ, অভিঘাতের তীব্রতায় বাড়ির বাইরে ছিটকে পড়লেন এক ব্যক্তি
প্রসঙ্গত, গত সপ্তাহে বড়সড় বিভ্রাট ঘটে ইন্ডিায়ান অয়েলের এক ঘোষণায়। সাতসকালে ঘোষণা করা হয় পেট্রোলের দাম ৬০ পয়সা কমানো হয়েছে। ডিজেলের দাম কমেছে ৫৬ পয়সা প্রতি লিটার। বেলা গড়াতেই ঘোষণা করা হয়, তেলের আসলে কমেছে মাত্র ১ পয়সা প্রতি লিটার। এতেই বিভ্রান্তি ছড়ায়।