ভারত সফরে সুজুকি কর্ণধার

এক সপ্তাহের সফরে মঙ্গলবার ভারতে আসছেন সুজুকি গাড়ি কোম্পানির কর্ণধার ওসামু সুজুকি। মানেসরে মারুতি কারখানার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি, তিনি বৈঠক করবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে। একমাস লক আউট থাকার পর গতকালই কড়া নিরাপত্তায় খুলেছে মারুতি কারখানা। শ্রমিক অসন্তোষের প্রাণঘাতী রূপ ইতিমধ্যেই দেখেছে হরিয়ানার মানেসরের মারুতি কারখানা। ১৮ জুলাই কারখানার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় ম্যানেজার শ্রেণির এক কর্মীর মৃত্যু হয়। আহত হন একশো কর্মী। এই ঘটনার জেরে গত ২১জুলাই থেকে কারখানার লক আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় একমাস লক আউট থাকার পর মঙ্গলবারই কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে মারুতি কারখানা।   

Updated By: Aug 22, 2012, 06:55 PM IST

এক সপ্তাহের সফরে মঙ্গলবার ভারতে আসছেন সুজুকি গাড়ি কোম্পানির কর্ণধার ওসামু সুজুকি। মানেসরে মারুতি কারখানার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি, তিনি বৈঠক করবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে। একমাস লক আউট থাকার পর গতকালই কড়া নিরাপত্তায় খুলেছে মারুতি কারখানা। শ্রমিক অসন্তোষের প্রাণঘাতী রূপ ইতিমধ্যেই দেখেছে হরিয়ানার মানেসরের মারুতি কারখানা। ১৮ জুলাই কারখানার মধ্যে এক সংঘর্ষের ঘটনায় ম্যানেজার শ্রেণির এক কর্মীর মৃত্যু হয়। আহত হন একশো কর্মী। এই ঘটনার জেরে গত ২১জুলাই থেকে কারখানার লক আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রায় একমাস লক আউট থাকার পর মঙ্গলবারই কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে মারুতি কারখানা।   
সুজুকি সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সুজুকি তাঁর সফরে গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্রে মোদীর সঙ্গেও দেখা করবেন। সেইসঙ্গে ২৮ তারিখের সংস্থার বাৎসরিক সাধারণ সভাতেও যোগ দেবেন সুজুকি। সুত্রের খবর, সুজুকির কর্মসূচি অনুযায়ী ২৩ তারিখ সকালে তিনি গুরগাঁওয়ে সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। ১৮ জুলাইয়ের সংঘর্ষে আহত কর্মীদের সঙ্গেও দেখা করবেন তিনি। যদিও কারখানায় পুরোমাত্রায় উত্পাদন এখনও শুরু হয়নি। কারখানার উত্পাদন ক্ষমতা দিনে ১৫০০টি গাড়ির। সেখানে আপাতত দিনে মাত্র ১৫০টি গাড়ি তৈরি করা হবে। কাজ হবে একটি শিফটে। যদিও কারখানা খোলার ঘটনাতেই  খুশি মানেসরের মানুষ।
কারখানা খোলার প্রভাব পড়েছে মারুতির শেয়ারেও। মঙ্গলবারই বম্বে স্কট এক্সচেঞ্জে এক শতাংশ বেড়ে গিয়েছে মারুতির মূল্য। কারখানা সূত্রে খবর লক আউটের একমাসে কোম্পানির প্রায় ১৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ১৮ জুলাইয়ের গণ্ডগোলের ঘটনায় ইতিমধ্যেই ১৫০ স্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে মারুতি কর্তৃপক্ষ। আরও ৫০০ অস্থায়ী কর্মীকে ওই একই কারণে ছাঁটাই করা হতে পারে বলে কোম্পানি সূত্রে খবর।

.