আফজল বিতর্কে উত্তাল বিধানসভা

আফজল গুরুর ফাঁসি বিতর্কের জেরে উত্তেজনা ছড়ালো জম্মু ও কাশ্মীর বিধানসভায়। কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে গন্ডগোলের জেরে বুধবার দু দফায় মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন।

Updated By: Sep 28, 2011, 06:39 PM IST

আফজল গুরুর ফাঁসি বিতর্কের জেরে উত্তেজনা ছড়ালো জম্মু ও কাশ্মীর বিধানসভায়। কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে গন্ডগোলের জেরে বুধবার দু দফায় মুলতুবি হয়ে যায়
বিধানসভার অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতেই ২০০১-এর সংসদ হামলার মূল চক্রী আফজলের ফাঁসির দাবিতে সরব হন বিজেপির সাত বিধায়ক। কিন্তু কংগ্রেসের তরফে
অসংসদীয় আচরণের দায়ে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের সভায় উপিস্থিতি নিয়ে প্রতিবাদ জানানো হয়। এরপরই উত্তেজনা ছড়ায় বিধানসভায়।
গত ২৭ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আফজল গুরুর প্রাণভিক্ষার আর্জি খারিজ করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হয়। এর পর আফজল গুরুর ফাঁসি রদের দাবিতে
জম্মু ও কাশ্মীর বিদানসভায় একটি প্রস্তাব আনেন নির্দল বিধায়ক ইঞ্জিনিয়র রশিদ। বুধবার সেই প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল বিধানসভায়। রশিদের অভিযোগ, আলোচনা ভেস্তে
দিতে গট-আপ গেম খেলেছ কংগ্রেস ও বিজেপি বিধায়করা।

.