লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না চিদাম্বরম, শিবগঙ্গা থেকে দাঁড়াচ্ছেন পুত্র কার্তি

আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না পি চিদম্বরম। বদলে তাঁর ছেলে কার্তিকে তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে প্রার্থী করেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের তরফে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

Updated By: Mar 21, 2014, 08:37 AM IST

আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না পি চিদম্বরম। বদলে তাঁর ছেলে কার্তিকে তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে প্রার্থী করেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের তরফে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এদিন উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট সহ মোট আট রাজ্যের পঞ্চাশজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গুজরাটের গান্ধীনগরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কীরীট প্যাটেল। বিদিশায় বিজেপি নেত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী লক্ষ্ণণ সিং। জম্মু-কাশ্মীরের উধমপুরে দাঁড়াচ্ছেন গুলাম নবি আজাদ। দক্ষিণ দিল্লিতে প্রার্থী হচ্ছেন রমেশ কুমার। পশ্চিম দিল্লিতে কংগ্রেসের প্রার্থী মহাবল মিশ্র। তবে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে দাঁড়াবেন তা নিয়ে এদিনও কোনও সিদ্ধান্ত হয়নি।

.