বরযাত্রীদের উদ্দাম নাচে আটকে পড়ল অ্যাম্বুল্যান্স, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু শিশুর
বরযাত্রীদের ভিড়ে দীর্ঘক্ষণ আটকে রইল অ্যাম্বুল্যান্স। বারবার বলা সত্ত্বেও কেউ জায়গা ছেড়ে দেয়নি। পরিণতি হল মর্মান্তিক। বেঘোরে প্রাণ গেল দেড় বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার ঘণ্টা ঘর এলাকায়।
![বরযাত্রীদের উদ্দাম নাচে আটকে পড়ল অ্যাম্বুল্যান্স, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু শিশুর বরযাত্রীদের উদ্দাম নাচে আটকে পড়ল অ্যাম্বুল্যান্স, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু শিশুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/06/101334-ambulance-madhya-pradesh-644x362.jpg)
নিজস্ব প্রতিবেদন : বরযাত্রীদের ভিড়ে দীর্ঘক্ষণ আটকে রইল অ্যাম্বুল্যান্স। বারবার বলা সত্ত্বেও কেউ জায়গা ছেড়ে দেয়নি। পরিণতি হল মর্মান্তিক। বেঘোরে প্রাণ গেল দেড় বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার ঘণ্টা ঘর এলাকায়।
রাস্তায় তখন বরযাত্রীদের উদ্দাম নৃত্য চলছিল। বরযাত্রীদের সেই শোভাযাত্রায় আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সের ভিতরে তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট শিশুটি। বিছে কামড়েছিল দেড় বছরের শিশুটিকে। বিষের জ্বালায় সারা শরীরে তীব্র যন্ত্রণায় তখন কাতরাচ্ছিল শিশুটি।
আরও পড়ুন, বাগে আনতে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে গরম তেল ঢাললেন স্ত্রী
শিশুর বাবার অভিযোগ, বার বার অনুরোধ করা সত্ত্বেও রাস্তা ছাড়েননি বরযাত্রীরা। আধঘণ্টা এভাবে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস।