লাদাখে ফের অনুপ্রবেশ চিনা সেনার, আজ বৈঠকে অনুপ্রবেশ নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথার সম্ভাবনা মোদীর
আজ ভারত সফররত চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে অতন্ত্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বুধবার চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ১০০ জন সৈন্য লাদাখের চুমার অঞ্চলে সীমান্ত টপকে অনুপ্রবেশ করল। আজ এই চিনা অনুপ্রবেশের প্রসঙ্গটি সম্ভবত চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তুলবেন মোদী।
![লাদাখে ফের অনুপ্রবেশ চিনা সেনার, আজ বৈঠকে অনুপ্রবেশ নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথার সম্ভাবনা মোদীর লাদাখে ফের অনুপ্রবেশ চিনা সেনার, আজ বৈঠকে অনুপ্রবেশ নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথার সম্ভাবনা মোদীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/18/29274-pla.jpg)
নয়া দিল্লি: আজ ভারত সফররত চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে অতন্ত্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বুধবার চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ১০০ জন সৈন্য লাদাখের চুমার অঞ্চলে সীমান্ত টপকে অনুপ্রবেশ করল। আজ এই চিনা অনুপ্রবেশের প্রসঙ্গটি সম্ভবত চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তুলবেন মোদী।
চিনা প্রধানমন্ত্রীর তিন দিনের ভারত সফর চলাকালীনই এই অনুপ্রবেশ চিন্তা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
আজ মোদী-জিনপিং বৈঠকে দু'দেশের প্রধানের বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করা হবে অনুমান করা হচ্ছে।
পিএলএ-এর বারবার অনুপ্রবেশ মোকাবিলা করতে ইতিমধ্যে ভারতীয় সেনাও সীমান্তে বাহিনী পাঠিয়েছে।
ইতিমধ্যে দু'দেশের ব্রিগেডিয়াররা সীমান্তে বৈঠক করেছেন। কিন্তু সূত্রের খবর এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। ফলে দু'পক্ষ দ্রুত ফের বৈঠকে বসবে বলে সূত্রে প্রকাশ।