নাগপুর থেকে অসমের শাসন চালাতে দেব না, হুঙ্কার রাহুলের

এনআরসি, সিএএ। বিজেপির বিরুদ্ধে জোড়া অস্ত্র হাতে ফের ময়দানে নামলেন রাহুল গান্ধী।

Updated By: Dec 28, 2019, 11:55 PM IST
নাগপুর থেকে অসমের শাসন চালাতে দেব না, হুঙ্কার রাহুলের

নিজস্ব প্রতিবেদন: আরএসএস নাগপুর থেকে অসমের সরকার পরিচালনা করবে না! অসম থেকে মোদী-শাহকে নিশানা করে ফের ঝাঁঝালো আক্রমণ রাহুল গান্ধীর। দাদার মতোই এদিন লখনউয়ের জনসভায় অল-আউট অ্যাটাক শানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। আজ আওয়াজ না তুললে আমরাও ভীতু প্রমাণিত হব, বলছেন প্রিয়াঙ্কা।

এনআরসি, সিএএ। বিজেপির বিরুদ্ধে জোড়া অস্ত্র হাতে ফের ময়দানে নামলেন রাহুল গান্ধী। নোটবন্দির স্মৃতি উস্কে দিয়ে ঝাঁঝালো আক্রমণ শানালেন বিজেপি-আরএসএসের বিরুদ্ধে। তিনি বলেন, ''বিজেপি যেখানেই যায়, শুধু ঘৃণা ছড়ায়। অসমে যুবকরা প্রতিবাদ করছেন। কেন প্রতিবাদীদের গুলি চালিয়ে হত্যা করছে? ওরা সাধারণ মানুষের আওয়াজ শুনতে চায় না। উত্তর-পূর্বে ইতিহাসকে ধ্বংস করতে চাইছে আরএসএস-বিজেপি। আমরা এটা করতে দেব না। অসমে নাগপুর থেকে শাসন চলতে পারে না। অসমকে চালাবেন রাজ্যের মানুষ।'' 

মোদী বলছেন, কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না। কিন্তু ডিটেনশন ক্যাম্পের ছবি দেখা যাচ্ছে । এদিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও একবার অল আউট অ্যাটাকে গিয়ে মন্তব্য রাহুলের। এদিনই অসমে একটি জনসভায় ছিল রাহুলের। সেখান থেকে সরাসরি আরএসএসের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। দাদার সঙ্গে সুর মিলিয়ে এদিন লখনউয়ের জনসভা থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গলা চড়িয়েছেন প্রিয়াঙ্কাও। দেশের মানুষ এবং সংবিধান- নিয়ে মোদী-সরকারকে নিশানা করেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়,''ব্রিটিশদের আদর্শ অনুসরণ করে চলছে বর্তমান শাসক দল। স্বাধীনতা সংগ্রামে এই শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে কংগ্রেস। এখন দেশ বিপদে। আজ যদি আওয়াজ না তুলি তাহলে আমরা কাপুরুষ।''

NRC-CAA বিরোধিতায় দেশজুড়ে প্রতিবাদ চরমে। এই নিয়ে আগেও রাস্তায় নেমেছেন রাহুল-প্রিয়াঙ্কা। শনিবার ফের মোদী-সরকারকে একহাত নিলেন। টেনে আনলেন নোটবন্দির স্মৃতি। বুঝিয়ে দিলেন, নাগরিকত্বের প্রশ্নে, সূচগ্র্য জমি ছাড়তে নারাজ বিরোধীরা। 

আরও পড়ুন- ১৯৮০ সালে BJP-র জন্ম, খোঁচা মমতার, বিজেপি ঔরসে তৃণমূলের জন্ম, পাল্টা রাহুলের

.