Coal Case: '৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে', ইডি দফতর থেকে বেরোলেন Abhishek

বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। 

Updated By: Sep 6, 2021, 09:02 PM IST
Coal Case: '৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে', ইডি দফতর থেকে বেরোলেন Abhishek

নিজস্ব প্রতিবেদন: সকাল ১১টায় ঢুকেছিলেন ঢুকেছিলেন ইডি দফতরে (ED Office)। বেরোলেন রাত ৮টায়। ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন,'১০ পয়সার লেনদেন প্রমাণ হলে ফাঁসিকাঠে ঝুলতে রাজি। ইডি-সিবিআই লাগানোর দরকার নেই। আমি সকাল ১১টায় এখানে এসেছি। এখন রাত ৮টা বাজে। লাগাতার সওয়াল-জবাব করেছেন। ওঁরা নিজেদের কাজ করেছিলেন। আমি সহযোগিতা করেছি। সাধ্যমতো সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ানও দিয়েছি।' 

বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন,'আপনারা সবাই জানেন ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে গিয়ে যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তদন্তকারী দল। কারণ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে তাঁরা। তাই সব দোষ মাফ। যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদের হেনস্থা করা হচ্ছে। এটা কলকাতার ঘটনা। আমায় ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। গত ৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের দোষ দিচ্ছি না। তাঁরা নিজেদের কাজ করছেন। তাঁদের উপরেও চাপ দেওয়া হচ্ছে। ভিতরে কী হয়েছে বলব না। যাঁদের দিয়ে করাচ্ছে তাঁরাও খুশি নন।'

অভিষেকের হুঁশিয়ারি,'বিজেপি ভাবছে বাকি রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসের মতো তৃণমূল ভয় পাবে, মাথানত করবে, পরাজয় স্বীকার করে নেবে বা ঘরে বসে যাবে। তা হবে না। আমরা আরও লড়াই করব। দরকারে সেই সব রাজ্যে যাব যেখানে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। যা করার করে নিন। বিজেপি অনেক শক্তিশালী হতে পারে, লিখে রাখুন আগামী নির্বাচনে বিজেপিকে হারাবে তৃণমূল। ২০২৪ সালে হারাব। জীবন দিয়ে দেব। কিন্তু মাথানত করব না। রাজনৈতিকভাবে লড়াই করার হিম্মত নেই এদের।'

কয়লা-কাণ্ডে গত ২৮ অগাস্ট অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁদের। রুজিরা তদন্তকারীদের জানান, দুই সন্তানের অভিভাবক তিনি। অতিমারি পরিস্থিতিতে তাঁদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। রবিবার শহর ছাড়ার আগে দমদম বিমানবন্দরে অভিষেক বলেছিলেন,'সব ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।'         

আরও পড়ুন- By-Poll: সনিয়া-রাহুলের সঙ্গে কথা হয়েছে নেত্রীর, রাজ্য কংগ্রেস শূন্য: Kunal

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.