কংগ্রেসের সভায় স্লোগান উঠল ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’, তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়
ওই ভিডিয়ো সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে
নিজস্ব প্রতিবেদন: অতি উত্সাহে মারাত্মক ভুল করে ফেললেন কংগ্রেস নেতা। ‘প্রিয়ঙ্কা গান্ধী জিন্দাবাদ’-এর জায়গায় স্লোগান তুললেন ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’। ব্যাস! তুমুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-খরচ বাড়ছে Airtel-এও! দেখে নিন এর নতুন প্রিপেড প্ল্যানগুলি!
রবিবার দিল্লিতে এক মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ওই স্লোগান দিয়ে ফেলেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। মঞ্চে তখন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপরা। তাঁর তখন আর মুখ লুকানোর জায়গা নেই।
#WATCH Delhi: Slogan of "Sonia Gandhi zindabad! Congress party zindabad! Rahul Gandhi zindabad! Priyanka Chopra zindabad!" (instead of Priyanka Gandhi Vadra) mistakenly raised by Congress' Surender Kr at a public rally. Delhi Congress chief Subhash Chopra was also present.(01.12) pic.twitter.com/ddFDuZDTwH
— ANI (@ANI) December 1, 2019
সুরেন্দ্র কুমার স্লোগান দিতে থাকেন, ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ।’ আচমকা ওই স্লোগান ওঠায় অস্বস্তিতে পড়ে যান সুভাষ চোপরা।
আরও পড়ুন-মোদী - শাহ তো নিজেরাই অনুপ্রবেশকারী, NRC নিয়ে সুর চড়িয়ে আক্রমণ অধীরের
এদিকে, ওই ভিডিয়ো সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ লেখেন, ভাগ্যে রাহুল গান্ধীওই মিছিলে ছিলেন না। এমনও হতে পারতো কংগ্রেস নেতারা স্লোগান দিতে পারতো রাহুল বাজাজ জিন্দাবাদ। পাশাপাশি কেউ কেই প্রশ্ন করেন, কখন কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রিয়ঙ্কা চোপরা?