লোকসভা নির্বাচনে জোটমন্ত্রে বাজিমাত করতে দেশজুড়ে মাত্র ২৫০ আসনে লড়বে কংগ্রেস

২০১৯-এর লোকসভা নির্বাচনে সম্ভবত দেশজুড়ে মাত্র ২৫০টি আসনে লড়বে কংগ্রেস। দিল্লির রাজনীতির অলিন্দ থেকে তেমনই খবর মিলেছে। দেশজুড়ে বিজেপিকে রুখতে আসন্ন নির্বাচনে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছে কংগ্রেস নেতৃত্ব। তেমনটা হলে স্বাধীনতার পর এত কম আসনে এই প্রথম লড়বে কংগ্রেস। 

Updated By: Jun 16, 2018, 12:22 PM IST
লোকসভা নির্বাচনে জোটমন্ত্রে বাজিমাত করতে দেশজুড়ে মাত্র ২৫০ আসনে লড়বে কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: ২০১৯-এর লোকসভা নির্বাচনে সম্ভবত দেশজুড়ে মাত্র ২৫০টি আসনে লড়বে কংগ্রেস। দিল্লির রাজনীতির অলিন্দ থেকে তেমনই খবর মিলেছে। দেশজুড়ে বিজেপিকে রুখতে আসন্ন নির্বাচনে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছে কংগ্রেস নেতৃত্ব। তেমনটা হলে স্বাধীনতার পর এত কম আসনে এই প্রথম লড়বে কংগ্রেস। 

লোকসভা নির্বাচনে জোটের রূপরেখা ঠিক করতে একে অ্যান্টনির নেতৃত্বে কমিটি গড়েছে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই কমিটিই। কংগ্রেস সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে যে ৪৪টি আসনে জিতেছিল তারা সেই আসনগুলি নিজেদের কাছেই রাখতে চলেছে কংগ্রেস। এছাড়া গত লোকসভা নির্বাচনে যে ২২৪টি আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল সেখানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানের মতো রাজ্য, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস। 

সন্দেহের তালিকায় নেই সুজয়-পায়েল, দিঘায় গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যুতে তৃতীয় সন্দেহভাজন কে? 

সব শেষে ২৫০টির কাছাকাছি আসন নিয়ে বাকি আসন জোটসঙ্গীদের ছাড়তে চায় কংগ্রেস। সেক্ষেত্রে কোথাও আসনবণ্টন নিয়ে অসহমতি দেখা দিলে সেই রাজ্যে বিধানসভা নির্বাচনে সহযোগী দলকে বাড়তি আসন ছাড়বে কংগ্রেস।  

.