২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল সৌহার্দ, পঞ্চদশ অধিবেশনের শেষ দিনে ফের সমুখ সমরে কংগ্রস-বিজেপি
২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল সৌহার্দের আবহ। পঞ্চদশ অধিবেশনের শেষ দিনের সৌহার্দ তিক্ততায়। চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস-বিজেপি একে অন্যকে বিঁধল। এবারের অধিবেশনে দুর্নীতি বিরোধী পাঁচটি বিল পাস না করানোর জন্য বিজেপিকে দুষেছে কংগ্রেস। কংগ্রেসকে পাল্টা বিঁধে বিজেপি নেতারা বলেছেন কংগ্রেসের জন্যই অধিবেশনের সিংহভাগ পণ্ড হয়েছে । বিরোধী ও শাসক দলের সরকারের সঙ্গে সংঘাতে গত পাঁচ বছরে লোকসভায় কাজ হয়েছে সবচেয়ে কম, মাত্র ১৩২৯ ঘণ্টা। তরজার চেনা ছবি হারিয়ে গিয়ে সরকার-বিরোধীদের সৌহার্দ্যের বিরল ছবি ধরা পড়েছিল অধিবেশনের একেবারে শেষদিনে। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের আক্রমণ শানাল চির প্রতিদ্বন্দ্বি দুই দল। সময় নষ্টের দায় কার তা নিয়েই শুরু হল তরজা। বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসে সুযোগ পেয়েও তাকে কাজেই লাগায়নি কংগ্রেস। মন্তব্য অরুণ জেটলির।
২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল সৌহার্দের আবহ। পঞ্চদশ অধিবেশনের শেষ দিনের সৌহার্দ তিক্ততায়। চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেস-বিজেপি একে অন্যকে বিঁধল। এবারের অধিবেশনে দুর্নীতি বিরোধী পাঁচটি বিল পাস না করানোর জন্য বিজেপিকে দুষেছে কংগ্রেস। কংগ্রেসকে পাল্টা বিঁধে বিজেপি নেতারা বলেছেন কংগ্রেসের জন্যই অধিবেশনের সিংহভাগ পণ্ড হয়েছে । বিরোধী ও শাসক দলের সরকারের সঙ্গে সংঘাতে গত পাঁচ বছরে লোকসভায় কাজ হয়েছে সবচেয়ে কম, মাত্র ১৩২৯ ঘণ্টা। তরজার চেনা ছবি হারিয়ে গিয়ে সরকার-বিরোধীদের সৌহার্দ্যের বিরল ছবি ধরা পড়েছিল অধিবেশনের একেবারে শেষদিনে। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের আক্রমণ শানাল চির প্রতিদ্বন্দ্বি দুই দল। সময় নষ্টের দায় কার তা নিয়েই শুরু হল তরজা। বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসে সুযোগ পেয়েও তাকে কাজেই লাগায়নি কংগ্রেস। মন্তব্য অরুণ জেটলির।
অধিবেশনে সময় নষ্টের দায় বিরোধীদের কাঁধেই চাপিয়েছে কংগ্রেস। দুর্নীতি বিরোধী পাঁচটি বিল পাস না করাতে পারার জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। এনিয়ে রাহুলের সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। বহু ক্ষেত্রে শাসক দলের সাংসদরা কীভাবে অধিবেশন পণ্ড করেছেন সেই উদাহরণও তুলে ধরেছেন তিনি।
সময় নষ্টের দায় ঝেড়ে ফেলতে বিজেপিকেই বিঁধেছেনসংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্লা।
ফলে অধিবেশনের শেষ দিনের নজিরবিহীন সৌজন্যর ছবি ফের পাল্টে গেল রাজনৈতিক লড়াইয়ে।