খাদ্য সুরক্ষা বিল নিয়ে আজ শরিকি বৈঠকে কংগ্রেস
আগামী লোকসভা নির্বাচনের আগেই খাদ্য নিরাপত্তা বিল এবং জমি অধিগ্রহণ বিল দুটি পাশ করিয়ে নিতে মরিয়া কংগ্রেস। তারজন্য ইউপিএ-এর সব শরিক ও বিরোধীদের মত পেতে উদ্যোগী কংগ্রেস। এ বিষয়ে শরিকদের মতামত জানতে আজ বৈঠকে বসছে ইউপিএ-র কোর্ডিনেশন কমিটি।
আগামী লোকসভা নির্বাচনের আগেই খাদ্য নিরাপত্তা বিল এবং জমি অধিগ্রহণ বিল দুটি পাশ করিয়ে নিতে মরিয়া কংগ্রেস। তারজন্য ইউপিএ-এর সব শরিক ও বিরোধীদের মত পেতে উদ্যোগী কংগ্রেস। এ বিষয়ে শরিকদের মতামত জানতে আজ বৈঠকে বসছে ইউপিএ-র কোর্ডিনেশন কমিটি।
সেই লক্ষ্যে রবিবার বৈঠকে বসেছিল কংগ্রেসের কোর গ্রুপ। সনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও বৈঠকে ছিলেন দলের শীর্ষ নেতারা। দু`ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সেখানে ঠিক হয়, খাদ্য নিরাপত্তা বিল নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলবেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ। আলোচনা ফলপ্রসু হলে, সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিল দু`টিকে পেশ করা হবে। অন্যথা খাদ্য নিরাপত্তা বিল নিয়ে একটি অর্ডিন্যান্স জারি করবে কেন্দ্র।
আজ বৈঠকে শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। শরিকি বৈঠক সফল হলে আগামী শুক্রবার সর্বদল বৈঠক ডাকতে পারে কংগ্রেস। তখন আবার এই দুটি বিল নিয়ে আলোচনা হবে। লোকসভা ভোটের আগে মানুষের আস্থা অর্জনে খাদ্য নিরাপত্তা বিলের পাশাপাশি কংগ্রেস জোর দিচ্ছে জমি অধিগ্রহণ বিলটিতেও।