১০০ টাকায় সবার Corona Test! বাংলার প্রতিবেশী রাজ্যের সরকার নিল বড় সিদ্ধান্ত
এখনো পর্যন্ত সারা দেশে কোনও রাজ্যে মাত্র 100 টাকায় করোনা টেস্টের ব্যবস্থা হয়নি।
![১০০ টাকায় সবার Corona Test! বাংলার প্রতিবেশী রাজ্যের সরকার নিল বড় সিদ্ধান্ত ১০০ টাকায় সবার Corona Test! বাংলার প্রতিবেশী রাজ্যের সরকার নিল বড় সিদ্ধান্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/22/297123-coro.jpg)
নিজস্ব প্রতিবেদন- মাত্র 100 টাকায় হবে করোনা টেস্ট। টেস্টের ব্যবস্থা করবে খোদ রাজ্য সরকার। এবার এমনই সিদ্ধান্ত নিল ওড়িশার প্রশাসন। মাত্র 100 টাকায় সরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট হবে। এখনো পর্যন্ত সারা দেশে কোনও রাজ্যে মাত্র 100 টাকায় করোনা টেস্টের ব্যবস্থা হয়নি। ওড়িশার সরকার 100 টাকায় করোনা টেস্ট-এর ব্যবস্থা করলে তা হবে দেশের মধ্যে সব থেকে সস্তা।
ওড়িশায় নতুন করে ৩৬৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সেখানে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ ২৭ হাজার।গত কয়েকদিনে মারা গিয়েছেন তিনজন। ফলে করোনায় আক্রান্ত হয়ে ওড়িশায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৯। ওড়িশার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ৩০ টি জেলার মধ্যে ২৭ টিতে নতুন করে সংক্রমনের খবর পাওয়া গিয়েছে ৩৬৩ নতুন করে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১৫৫ জন আগে থেকে সংক্রমিত লোকের সংস্পর্শে আসার জন্য আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- মহারাষ্ট্রে জারি Night Curfew, ইউরোপ থেকে এলে কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন
ওড়িশা প্রশাসন জানিয়েছে, খুরদা ও সুন্দরগড় জেলায় যথাক্রমে ৫০ ও ৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ-এর তরফ টুইট করে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে এখন প্রায় তিন হাজার করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। এছাড়া প্রায় তিন লাখ ২২ হাজার আক্রান্ত ব্যক্তি করোনাকে হারিয়ে সেরে উঠেছেন।