Manipur: দুর্নীতি, মাদক ও বিদ্রোহ, মণিপুরে N Biren Singh-র ৩ দফা পরিকল্পনা

বিজেপির রাজ্য বিধানসভা দলের বৈঠকের আগে, সিং দিল্লি যান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Union Home Minister Amit Shah,) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) সঙ্গে দেখা করেন।

Updated By: Mar 21, 2022, 05:31 PM IST
Manipur: দুর্নীতি, মাদক ও বিদ্রোহ, মণিপুরে N Biren Singh-র ৩ দফা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন: বিজেপি (BJP) নেতা এন বীরেন সিং (N Biren Singh) ২০২২ সালের মণিপুর (Manipur) বিধানসভা নির্বাচনে সহজ জয়ের পরে দ্বিতীয়বার মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সোমবার। পর পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে তার নতুন মেয়াদের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন তিনি।

মণিপুরের জন্য আগামির রোডম্যাপ তৈরি করে, বীরেন সিং বলেছেন যে তার সরকারের তিন-দফা অগ্রাধিকার রয়েছে এজেন্ডায়। এগুলি হল দুর্নীতি নির্মূল করা, মাদকের ব্যবহারের অবসান এবং বিদ্রোহের সমস্যাকে দৃঢ়ভাবে মোকাবেলা করা।

দুর্নীতিমুক্ত মণিপুর

এন বীরেন সিং তার শপথ অনুষ্ঠানের ঠিক পরে এএনআইকে বলেন, আমার সরকারের প্রথম পদক্ষেপ হবে মণিপুরকে দুর্নীতিমুক্ত রাজ্যে পরিণত করা। আমি রাজ্য থেকে দুর্নীতি পরিষ্কার করার জন্য দিনরাত কাজ করব।

ড্রাগ সমস্যার সমাধান

সিং আরও বলেন, আমার সরকারের পরবর্তী পদক্ষেপ হবে রাজ্য থেকে মাদক-সম্পর্কিত যেকোনও ধরনের বিষয়কে মুছে ফেলা কারণ এটি তরুণদের সবচেয়ে বেশি প্রভাবিত করে।

বিদ্রোহের অবসান

তৃতীয়ত, আমি দেখার চেষ্টা করব যে রাজ্যে চলতে থাকা সমস্ত বিদ্রোহীকে আলোচনার টেবিলে আনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এই তিনটি তার প্রাথমিক কর্তব্য হবে বলে জানিয়েছেন তিনি।

সীমান্ত রাজ্য হওয়ায়, মণিপুরের যুবরা বিদ্রোহীদের অভিযানের শিকার হয় এবং এই ধরনের কার্যকলাপে জড়িয়ে পরে। মণিপুরের বিদ্রোহ হল ভারত এবং এই রাজ্যের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি সশস্ত্র সংঘাত।

আরও পড়ুন: রাজ্যসভায় যাচ্ছেন Harbhajan Singh, সঙ্গে AAP-র মনোনয়ন রাঘব চাড্ডা এবং ডঃ সন্দীপ পাঠক

রবিবার অনুষ্ঠিত একটি সভায় সর্বসম্মতিক্রমে সিংকে বিজেপির সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল। এই সভায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) এবং কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু (Union law and justice minister Kiren Rijiju) উপস্থিত ছিলেন বৈঠকে।

বিজেপির রাজ্য বিধানসভা দলের বৈঠকের আগে, সিং দিল্লি যান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Union Home Minister Amit Shah,) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) সঙ্গে দেখা করেন।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ৬০ সদস্যের বিধানসভায় ৩২টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে বিজেপি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.