সিংহের সঙ্গে 'হ্যান্ডশেক', নিজে চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়!
জমজমাট চিড়িয়াখানা। মা, বাবার হাত ধরে একদিকে যেমন এসেছে ছোটরা। তেমনই ভিড় জমিয়েছে যুবার দলও। হঠাত্ই সবার চোখের সামনে হায়দরাবাদ চিড়িয়াখানায় ঘটল ঘটনাটি। সিংহের ঘেরাটোপে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। উপস্থিত সবাই হই হই করে উঠল।
![সিংহের সঙ্গে 'হ্যান্ডশেক', নিজে চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়! সিংহের সঙ্গে 'হ্যান্ডশেক', নিজে চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/25/86397-597506-lion.jpg)
ওয়েব ডেস্ক : জমজমাট চিড়িয়াখানা। মা, বাবার হাত ধরে একদিকে যেমন এসেছে ছোটরা। তেমনই ভিড় জমিয়েছে যুবার দলও। হঠাত্ই সবার চোখের সামনে হায়দরাবাদ চিড়িয়াখানায় ঘটল ঘটনাটি। সিংহের ঘেরাটোপে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। উপস্থিত সবাই হই হই করে উঠল।
যদিও ওই ব্যক্তির অবশ্য সেদিকে কোনও হুঁশ নেই। তিনি তখন ব্যস্ত পরিখা ডিঙিয়ে পশুরাজের নাগাল পেতে। ডাক শুনে কাছেও এল এক সিংহী... তারপর এক সিংহও। কিন্তু এরপর যেটা ঘটল, তা নিজে চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়!
জানা গেছে, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। পশুরাজের সঙ্গে হ্যান্ডশেক করার ইচ্ছে থেকেই এমন 'দুঃসাহসিক' কাণ্ড ঘটান তিনি। দেখুন ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি-
আরও পড়ুন, অল্পের জন্য কপ্টার দুর্ঘটনার হাত থেকে রক্ষা দেবেন্দ্র ফড়নবিশের