কনস্টেবল বাবু কোটিপতি, আছে ৫টি বাড়ি, ৬টা জমি, ৩টি গাড়ি, আরও কত কী
ইন্দোরে এক পুলিস কনস্টেবলের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়ক গাছ লোকায়ুক্ত পুলিসের। পেশায় কনস্টেবল হলেও টাকায় কোটিপতি ঐ কনস্টেবল। তল্লাশি চালিয়ে যে তথ্য পুলিসের কাছে এসে পৌঁছেছে তা অবাক হওয়ার মতই। ৫টি গাড়ি, ৬টা জমি আর ৩টি SUV গাড়ির মালিক ঐ কনস্টেবল। ব্যাঙ্কে রয়েছে ১৩২ গ্রাম সোনা সহ প্রায় ২ কেজি রূপো, যার আনুমানিক মূল্য লক্ষ টাকা।
ওয়েব ডেস্ক: ইন্দোরে এক পুলিস কনস্টেবলের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়ক গাছ লোকায়ুক্ত পুলিসের। পেশায় কনস্টেবল হলেও টাকায় কোটিপতি ঐ কনস্টেবল। তল্লাশি চালিয়ে যে তথ্য পুলিসের কাছে এসে পৌঁছেছে তা অবাক হওয়ার মতই। ৫টি গাড়ি, ৬টা জমি আর ৩টি SUV গাড়ির মালিক ঐ কনস্টেবল। ব্যাঙ্কে রয়েছে ১৩২ গ্রাম সোনা সহ প্রায় ২ কেজি রূপো, যার আনুমানিক মূল্য লক্ষ টাকা।
জবলপুরের হেড কনস্টেবল অরুণ সিং। সোমবার সকালেই তল্লাশি চালায় লোকায়ুক্ত পুলিসের দল। প্রথমে অরুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিস। সেখানেই তাঁর সমস্ত সম্পত্তির হদিশ পায় লোকায়ুক্ত পুলিস। ৩২ বছরেরে চাকরির জীবনে ৫০ লক্ষ টাকা রোজগার (সরকারি মায়না) করেছেন অরুন সিং। কিন্তু কীভাবে এই কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করলেন তিনি, তদন্তে নেমেছে পুলিস।