অসুস্থ আদিবাসী মহিলাকে কাঁধে নিয়ে ৭ কিমি পাড়ি দিলেন জওয়ানরা
ওয়েব ডেস্ক: মাও অধ্যুসিত দান্তেওয়াড়ায় সিআরপিএফের মানবিক মুখ দেখল এলাকার আদিবাসীরা। প্রবল জ্বরে অচেতন এক আদিবাসী মহিলাকে দুর্গম পাহাড়ী রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা।
#WATCH: CRPF personnel carry woman suffering from high fever on a stretcher for 7 km to a hospital, in Chhattisgarh's Dantewada. pic.twitter.com/dLkigKzP9e
— ANI (@ANI) September 3, 2017
রুটিন টহলে বেরিয়ে দান্তেওয়াড়ার এক জঙ্গলঘেরা এলাকায় কয়েকটি শিশুর কান্না শুনতে পান জওয়ানরা। কান্না অনুসরণ করে কাছে গিয়ে দেখেন একটি ঘরে প্রবল জ্বরে অচতেন হয়ে শুয়ে রয়েছে এক আদিবাসী মহিলা।
মহিলার অবস্থা দেখে আর সময় নষ্ট করেননি জওয়ান। গাছের গুঁড়ি ও বিছানার চাদর দিয়ে একটি স্ট্রেচার বানিয়ে ফেলেন। মহিলাকে স্ট্রেচারে চাপিয়ে নদী-জঙ্গল পেরিয়ে ৭ কিলোমিটার পথ হেঁটে তাকে হাসপাতালে ভরতি করেন। এতে প্রাণে বেঁচে যান ওই মহিলা।