কেরলে RSS অফিসে বোমাবাজি, অভিযোগের তির বামেদের দিকে
কেরলার নারুভামদু ও মাত্তান্নুরে RSS-এর পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল। বোমার আঘাতে গোটা পার্টি দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অভিযোগের তির শাসকদল সিপিএমের দিকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![কেরলে RSS অফিসে বোমাবাজি, অভিযোগের তির বামেদের দিকে কেরলে RSS অফিসে বোমাবাজি, অভিযোগের তির বামেদের দিকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/27/77261-rssoiffice-attacked.jpg)
ওয়েব ডেস্ক : কেরলার নারুভামদু ও মাত্তান্নুরে RSS-এর পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল। বোমার আঘাতে গোটা পার্টি দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অভিযোগের তির শাসকদল সিপিএমের দিকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, গতকাল হঠাত্ই রাজ্যের দুই জায়গায় RSS অফিসে হামলা চালায় দুষ্কৃতিরা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ কেরলে ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি।
অন্যদিকে, এই ঘটনাকে বিজেপি ও RSS-এর মধ্যে গোষ্ঠী সংঘর্ষের ফল বলেই দাবি করেছে ক্ষমতাসীন বামেরা। পুলিস গোটা ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।