Cyclone Gulab: অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করল গুলাব, ঝড়ের গতি হতে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা
শ্রীকাকুলামের জেলা শাসক সুমিত কুমার জানিয়েছেন, 'ল্যান্ডফলের পরবর্তী ২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঝড়ের গতি ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে
নিজস্ব প্রতিবেদন: প্রবল বেগে অন্ধ্র ও ওড়িশা উপকূলে ল্যান্ডফল করল ঘূর্ণিঝড় গুলাব। সন্ধে আটটা নাগাদ একশো কিলোমিটারের কাছাকাছি গতিবেগে সেটি আছড়ে পড়ে। আগামী ৩ ঘণ্টার মধ্যে গুলাব অন্ধ্রের কলিঙ্গপত্তনম ও ওড়িশার গোপালপুর অতিক্রম করে যাবে। ল্যন্ডফল শেষ হতে মধ্যরাত্রি হয়ে যাবে। এমনটা জানিয়েছে দিল্লির মৌসম ভবন।
আরও পড়ুন-Ishwar Chandra Vidyasagar: বারবার হাত-পিছলে বেরিয়ে যান 'ঈশ্বর'হীন ঈশ্বর
Discussed the cyclone situation in parts of Odisha with CM @Naveen_Odisha Ji. The Centre assures all possible support in overcoming this adversity. Praying for the safety and well-being of everybody.
— Narendra Modi (@narendramodi) September 26, 2021
শ্রীকাকুলামের জেলা শাসক সুমিত কুমার জানিয়েছেন, 'ল্যান্ডফলের পরবর্তী ২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঝড়ের গতি ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ইতিমদ্য়েই ২টি এনডিআরএফ ও ৪টি এসডিআরএফ টিম পৌঁছে গিয়েছে। ঘূর্ণঝড়েরক প্রভাবে প্রবল বৃষ্টিতে বন্য়াও হতে পারে। এনিয়ে চিন্চতা রয়েছে প্রশাসনের। কারণ জেলার ১৯টি মন্ডল বন্যাপ্রবণ। '
আরও পড়ুন-'কিসের আদালত অবমাননা, আমিই বাপ,' Biplab-মন্তব্যে Mamata বললেন, বিধ্বংসী মানসিকতা
Andhra Pradesh: Heavy rainfall, strong winds hit Srikakulam as cyclone Gulab makes landfall; visuals from a relief centre in Kalingapatnam area
"District administration has opened around 61 relief centers & shifted 1100 people to these centres," said Joint Collector Sumit Kumar pic.twitter.com/DwBk1vlyBn
— ANI (@ANI) September 26, 2021
ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই ১৬,০০০ মানুষকে ওড়িশার উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাল ওড়িশা সরকার। এদের সবাই গঞ্জাম জেলায়। পরিস্থিতি জানতে ওড়িশ ও অন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের সবার সুরক্ষা কামনার পাশাপাশি ত্রাণের কাজে সবরকম সাহায্যের আশ্বাস দেন মোদী।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)