চব্বিশ ঘণ্টা সচল কেন্দ্রের কন্ট্রোল রুম, Yaas মোকাবিলায় শাহ-র একগুচ্ছ পরামর্শ বাংলা-ওড়িশাকে

তৈরি রাখা হয়েছে নৌসেনা, কোস্টগার্ডদের

Updated By: May 24, 2021, 03:53 PM IST
চব্বিশ ঘণ্টা সচল কেন্দ্রের কন্ট্রোল রুম, Yaas মোকাবিলায় শাহ-র একগুচ্ছ পরামর্শ বাংলা-ওড়িশাকে

নিজস্ব প্রতিবেদন: বুধবার রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে তার আগেই ঘূর্ণিঝড় তা জানান দিতে শুরু করেছে। এনিয়ে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-ধেয়ে আসছে সাইক্লোন ইয়াস, একগুচ্ছ ট্রেন বাতিল পূর্ব রেলের

বৈঠকে ত্রাণ ও উদ্ধারে জোর দেওয়ার পাশাপাশি ঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির উপরে বেশি জোর দেন অমিত শাহ। অমিত শাহর পরামর্শ-

** ঝড়ের পর অত্যাবশ্যকীয় পণ্য চলাচলে বাধার সৃষ্ট হতে পারে। তাই আগে থেকেই তা মজুত করে রাখতে হবে। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে হাসপাতালগুলির ওষুধ, অক্সিজেনের সরবারহ।

** পরিস্থিতি যদি খবুই খারাপ হয়ে যায় তাহলে ঝড় কবলিত এলাকার হাসপাতালগুলি থেকে রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করে রাখাতে হবে।

** পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অক্সিজেন প্ল্যান্টগুলিতে যাতে অক্সিজেন উত্পাদন বন্ধ না হয় তা লক্ষ্য রাখতে বললেন শাহ।

** তিন রাজ্যের বিদ্যুত্ কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করার উপরে জোর দেন।

** উপকূলবর্তি এলাকাগুলি থেকে মানুষজনকে আগাম সরিয়ে নিয়ে আসা ও মত্সজীবীদের সমুদ্র থেকে সরিয়ে আনতে নির্দেশ।

**   মোবাইল, টিভি ও সোশ্যাল মিডিয়া ও স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে এলাকার মানুষজনকে ঝড় সম্পর্কে সতর্ক করার নির্দেশ দিলেন শাহ।

আরও পড়ুন-ধেয়ে আসছে Cyclone Yaas, দলীয় বিধায়কদের মানুষের পাশে থাকার নির্দেশ Mamata-র

** ত্রাণ ও উদ্ধারকার্য সহায়তার জন্য এনসিসি, সিভিল ডিফেন্সকে কাজে লাগাতে হবে।

**   বিদ্যুত ও যোগাযোগ ব্যবস্থার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে।

** ঝড়ে রাজ্যগুলিকে সহায়তার জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যে কোনও প্রয়োজনে সেখানে যোগাযোগ করা যাবে।

**  তৈরি রাখা হয়েছে নৌসেনা, কোস্টগার্ডদের।

.