সিবিআই জেরার মুখে জগনমোহন, গ্রেফতারির জল্পনা জোরদার

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় আজ গ্রেফতার হতে পারেন জগনমোহন রেড্ডি। হায়দরাবাদের অন্ধ্রপ্রদেশ সরকারের দিলখুশা গেস্ট হাউসে `ওয়াইএসআর কংগ্রেস পার্টি`-র প্রধানকে জেরা করছে সিবিআই। আজ বিকেলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা চলছে।

Updated By: May 25, 2012, 12:24 PM IST

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শনিবারও সিবিআই-এর সামনে হাজির হবেন জগনমোহন রেড্ডি। হায়দরাবাদের অন্ধ্রপ্রদেশ সরকারের দিলখুশা গেস্ট হাউসে `ওয়াইএসআর কংগ্রেস পার্টি`-র প্রধানকে জেরা করছে সিবিআই। শুক্রবার দিনভর তাঁকে জেরা করেন সিবিআই। একটি বেসরকারি সংস্থাকে নিয়ম বহির্ভূত ভাবে জমি পাইয়ে দেওয়ার অভিযোগে গতকালই অন্ধ্রের আবগারি মন্ত্রী মোপিদেবী ভেঙ্কট রমণ রাওকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই জগনমোহনের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বিশেষ সিবিআই আদালত।
এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জগনমোহন রেড্ডিকে ২৫ মে তাঁদের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু কাডাপার সাংসদ জানিয়ে দেন, তিনি ২৫ মে সিবিআইয়ের সামনে হাজির হতে পারবেন না। বিষয়টি থেকে অব্যাহতি পেতে সিবিআইয়ের বিশেষ আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপরে সিবিআইয়ের সামনে হাজির হওয়া ছাড়া জগনমোহন রেড্ডির সামনে আর কোনও উপায় ছিল না। সেইমতো শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে সিবিআইয়ের দিলখুশা গেস্ট হাউসে চলে যান তিনি। সেখানে গোয়েন্দারা তাঁকে সম্পত্তি বিষয়ক মামলায় জেরা করছেন। আগামী ১২ জুন নেল্লার লোকসভা-সহ তেলুগু মুলুকের ১৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নেল্লোরের সাংসদ মেকাপতি রাজমোহন রেড্ডি এবং জগন অনুগামী কংগ্রেস বিধায়কদের ইস্তফার ফলেই হচ্ছে এই উপনির্বাচন। এই অবস্থায় সিবিআই জগনকে গ্রেফতার করলে রাজনৈতিকভাবে অন্ধ্রপ্রদেশে শাসকদল কংগ্রেস কিছুটা বেকায়দায় পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.