উদ্বেগ নিয়েও আশ্বাস পাওয়ারের

দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার মনে করেন শেষ পর্যন্ত বিলম্বিত বর্ষা কৃষি উত্‍পাদনের ঘাটতি মেটাতে সমর্থ হবে। মঙ্গলবার সাংবাদিক সাংবাদিক বৈঠকে এনসিপি সুপ্রিমো বলেন— "দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন।"

Updated By: Jul 3, 2012, 02:19 PM IST

দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার মনে করেন শেষ পর্যন্ত বিলম্বিত বর্ষা কৃষি উত্‍পাদনের ঘাটতি মেটাতে সমর্থ হবে। মঙ্গলবার সাংবাদিক সাংবাদিক বৈঠকে এনসিপি সুপ্রিমো বলেন— "দেশের বর্তমান কৃষি পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ, ২ জুলাই পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ৩১ শতাংশ। কম বৃষ্টিপাতের জেরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক প্রভৃতি রাজ্যে কৃষি উত্পাদনের হার কমেছে। উত্পাদন কমায় বাজারেও তার প্রভাব পড়ছে।"
তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে মৌসুমি বায়ুর প্রভাবে ভাল বৃষ্টিপাত শুরুর আশা রয়েছে। জুলাই-অগাষ্ট মাসে পর্যাপ্ত বৃষ্টির জন্য ঘাটতি মেটার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ফলে কৃষি উত্‍পাদনে ঘাটতি মেটার সম্ভাবনা রয়েছে যথেষ্টই। সেই সঙ্গে পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন পাওয়ার। তাঁর দাবি দেশে পর্যাপ্ত কৃষিপণ্য মজুত রয়েছে। তাই পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ার কোনও আশঙ্কা নেই।

.