কেজরিওয়ালের জয়ে মমতার টুইট বন্যা, দিল্লির রায়কে টার্নিং পয়েন্ট বলে তুললেন রাজনৈতিক প্রতিহিংসার কথা

দিল্লি ভোটের ঠিক আগে সবাইকে চমকে দিয়ে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আর ভোটের ফল বের হওয়ার পর একের পর এক টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে টুইটে লিখলেন দিল্লি ভোটে আপ-এর বড় জয়ের জন্য অভিনন্দন। সেই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছাও জানালেন।

Updated By: Feb 10, 2015, 11:31 AM IST

ওয়েব ডেস্ক: দিল্লি ভোটের ঠিক আগে সবাইকে চমকে দিয়ে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আর ভোটের ফল বের হওয়ার পর একের পর এক টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে টুইটে লিখলেন দিল্লি ভোটে আপ-এর বড় জয়ের জন্য অভিনন্দন। সেই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছাও জানালেন।

 

দ্বিতীয় টুইটে লিখলেন দিল্লির ভোট দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট। সারদায় একের পর এক দলের নেতাকে জড়ানোর কথা মনে করিয়ে লিখলেন রাজনৈতিক প্রতিহিংসার কোনও জায়গা গণতন্ত্রে নেই। দেশের জন্য এই পরিবর্তন দরকার ছিল।

তৃতীয় টুইটে লিখলেন এটা মানুষের জয় এবং বড় হার উদ্ধত, রজনৈতিক প্রতিহিংসা পরায়ন, মানুষের মধ্যে হিংসা ছড়ানো লোকেদের।

.