আজ থেকে হাড়কাঁপানো ঠান্ডা দিল্লিতে

Updated By: Dec 13, 2014, 12:33 PM IST
আজ থেকে হাড়কাঁপানো ঠান্ডা দিল্লিতে

শীত পড়ে গেছে অনেকদিনই। তবে ঠিক যেন জাঁকিয়ে শীতে পড়ছিল না উত্তর ভারতে। মৌসম ভবন জানাচ্ছে শনিবার থেকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে রাজধানীতে। আজ থেকে দিল্লির সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবারে সকালে তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

আগামী ১৪ ডিসেম্বর তাপমাত্রা থাকবে-

সর্বনিম্ম ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৯ ডিগ্রি সেলসিয়াস

১৫ ডিসেম্বর- সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস

১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর-সর্বনিম্ম ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস

তবে তাপমাত্রা কমলেও দিল্লির রাস্তাঘাট কুয়াশাচ্ছন্ন থাকবে না বলে জানিয়েছে মৌসম ভবন। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে মনে করছে মৌসম ভবন। দিনে তাপমাত্রা কমলেও মেঘ থাকার কারণে রাতের দিকে তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানানো হয়েছে। সেইসঙ্গে উত্তর প্রদেশ ও রাজস্থানেও আজ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।

উত্তর প্রদেশের শীতলতম অঞ্চল হতে চলেছে লক্ষ্ণৌ। লক্ষ্ণৌতে তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। গোরখপুর, ফৈজাবাদ, কানপুর, বেরিলি, আগ্রা, মিরাট শীতের চাদরে ঢেকে রয়েছে। বারাণসী, মোরাদাবাদেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। তবে ঝঁসিতে তাপমাত্রা স্বাভাবিকে থেকে বেশ কিছুটা বেশি।

 

 

.