দিল্লিতে ঢুকল যমুনার জল, রাজধানীতে আশঙ্কা বন্যার
রাজধানী দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা দিল। যমুনার জল বিপদসীমা অতিক্রম করে দিল্লিতে ঢুকে প়ডল। যার জেরে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা রিং রোডে জলমগ্ন হয়ে পড়ল। জলে ডুবল গান্ধী মান্ডি, সোনিয়া বিহার, গীতা কলোনি, বাটলা হাউসেও।
রাজধানী দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা দিল। যমুনার জল বিপদসীমা অতিক্রম করে দিল্লিতে ঢুকে প়ডল। যার জেরে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা রিং রোডে জলমগ্ন হয়ে পড়ল। জলে ডুবল গান্ধী মান্ডি, সোনিয়া বিহার, গীতা কলোনি, বাটলা হাউসেও।
পড়ুন উত্তরাখণ্ড বিপর্যয়ের লাইভ আপডেট
বন্যার আশঙ্কায় থাকা প্রশাসন ইতিমধ্যেই সেনাকে তৈরি থাকতে বলেছে। যমুনায় এখন জলস্তর ২০৭.৩২। যা বিপদসীমার থেকে ২.৪৯ মিটার বেশি (বিপদসীমা ২০৪.৮৩ মিটার)। হরিয়ানার হাতনিকুন্ড ব্যারেজ থেকে ১১ লক্ষ কিউসেক জল ছাড়ায় যমুনায় জলস্তর বিপদসীমা অতিক্রম করে।