করোনার জেরে শিথিল নিয়ম, ওষুধ সংস্থাগুলোর ওপর থেকে উঠছে বিধিনিষেধ
যে সব সংস্থা বিপুল পরিমাণ ওষুধ তৈরি করে, তাদের জন্য ড্রাগ কন্ট্রোল, পলিউশন কন্ট্রোল বোর্ডের বিভিন্ন নিয়ম কার্যকর আছে। বেশ কিছু বিধিনিষেধও আছে।
![করোনার জেরে শিথিল নিয়ম, ওষুধ সংস্থাগুলোর ওপর থেকে উঠছে বিধিনিষেধ করোনার জেরে শিথিল নিয়ম, ওষুধ সংস্থাগুলোর ওপর থেকে উঠছে বিধিনিষেধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/12/239103-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনার ত্রাসে কাঁপছে ভারত, আতঙ্কে থরহরিকম্প গোটা বিশ্ব। সাধারণকে বাঁচাতে একাধিক ব্যবস্থা নিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে আতঙ্কের জেরেই শিথিল করা হয়েছে নিয়ম। ওষুধ সংস্থাগুলোর উপর থেকে বেশ কয়েকটি বিধিনিষেধ তুলে নিচ্ছে সরকার। যে সব সংস্থা বিপুল পরিমাণ ওষুধ তৈরি করে, তাদের জন্য ড্রাগ কন্ট্রোল, পলিউশন কন্ট্রোল বোর্ডের বিভিন্ন নিয়ম কার্যকর আছে। বেশ কিছু বিধিনিষেধও আছে।
আরও পড়ুন: শিশুদের করোনা সচেতনতায় কমিকস বই, দম্পতির সৃষ্টিকে স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের
কিন্তু এই পরিস্থিতিতে যাতে সংস্থাগুলো একসঙ্গে বিপুল পরিমাণ ওষুধ উত্পাদন করতে পারে, তা নিশ্চিত করতে সাময়িক ভাবে কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। ইতিমধ্যেই পরিবেশমন্ত্রক সেই মর্মে নির্দেশিকা জারি করেছে। স্বাধীনতার পর, এমন নিষেধ শিথিলের সিদ্ধান্ত দেশে এই প্রথম, বলছেন বিশেষজ্ঞরা।