সাতসকালে আচমকাই কেঁপে উঠল ভারতের এই ভূখণ্ড
গত ২৬ মে সকাল সাতটা নাগাদ কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। মঙ্গলবার সকাল ৬টা ৩৯ মিনিটে কেঁপে ওঠে এই ভূখণ্ড।
আরও পড়ুন-শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে গেল ট্রাম কোম্পানির পঞ্চাশ লাখের বাস
আবহাওয়া দফতরের বিবৃতি অনুযায়ী রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উত্স ছিল মাটির ১৮০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
India Meteorological Department: An earthquake of magnitude 4.3 on the Richter scale struck Nicobar islands region at 6:36 am, today.
— ANI (@ANI) October 22, 2019
এদিকে, প্রাণহানির কোনও খবর না থাকলেও আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন।
আরও পড়ুন-সল্টলেকে তৃণমূল কর্মীর ওপরে অ্যাসিড হামলা, আটক বিজেপি কর্মী
উল্লেখ্য, গত ২৬ মে সকাল সাতটা নাগাদ কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫। এদিন সাকাল দশটা নাগাদ কেঁপে ওঠে বাঁকুড়াও। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। দুটি কম্পনের ক্ষেত্রেই ভূমিকম্পের উত্স ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ২০০৯ সালে একটি বড়সড় কম্পন হয়েছিল নিকোবরে। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫।