সন্ধেয় আচমকাই কেঁপে উঠল রাজকোট, কম্পন টের পেল আহমেদাবাদ-কচ্ছও
ভূমিকম্পের উতপত্তিস্থল ছিল রাজকোট থেকে ১২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে
নিজস্ব প্রতিবেদন: রবিবার সন্ধেয় ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের রাজকোট। কম্পন টের পেল রাজ্যের অন্তত ৩টি জায়গা।
আরও পড়ুন-আত্মহত্যা! বাড়ি থেকে উদ্ধার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ
আজ সন্ধে ৮.১৩ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজকোট ও সন্নিহিত এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরিসংখ্যান অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রাজকোট থেকে ১২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
Gujarat: People come out of their houses in Ahmedabad following tremors in the state; visuals from Prahlad Nagar area in the city.
National Center for Seismology (NCS) has ascertained that magnitude of the earthquake was 5.5 on the Richter scale. pic.twitter.com/h0NVlQmoEj
— ANI (@ANI) June 14, 2020
কম্পনের মাত্রা এতটাই ছিল যে তা টের পাওয়া যায় সৌরাষ্ট্র, আহমেদাবাদ ও কচ্ছেও। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন মানুষজন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা মৃত্যুর কোনও খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী সন্ধের ভুজ থেকে ৮৫ কিলোমিটার দূরে মাঝারি মাপের কম্পন টের পান মানুষজন। এই ভুজেই গত ২০০১ সালে ৭.৭ মাত্রার একটি কম্পন হয়েছিল। মৃত্যু হয়েছিল ২০,০০০ মানুষের। আহত হয়েছিলেন দেড় লাখ মানুষ।
আরও পড়ুন-ব্যোমকেশ, তোমার মৃত্যুর রহস্য জট কে খুলবে?
আজ গুজরাটে ভূমিকম্পের আধ ঘণ্টা পরেই কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের কাটরায়। সেখানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৯।
উল্লেখ্য, গত ২ মাসে রাজধানী দিল্লি ও তার আসপাশের এলাকায় অন্তত ১৪ বার ভূমিকম্প হয়েছে। তবে বড় কোনও ক্ষতি হয়নি।