ভোপালে ইভিএম কারচুপির অভিযোগে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন
ভোপালে ইভিএম কারচুপির অভিযোগে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে, কমিশনের ২ প্রতিনিধি মধ্যপ্রদেশে গিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন। ৯ তারিখ ভোপালে বিধানসভা উপনির্বাচন।
ওয়েব ডেস্ক : ভোপালে ইভিএম কারচুপির অভিযোগে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে, কমিশনের ২ প্রতিনিধি মধ্যপ্রদেশে গিয়ে অভিযোগ খতিয়ে দেখবেন। ৯ তারিখ ভোপালে বিধানসভা উপনির্বাচন।
বিরোধীদের অভিযোগ ইভিএম কারচুপির ফলেই নাকি অন্য দলকে দেওয়া ভোটও যাচ্ছে বিজেপির ঝুলিতে। গতকাল মহড়ার সময় তার প্রমাণও মেলে হাতেনাতে। তাও আবার মুখ্য নির্বাচনী অফিসারের সামনেই। এরপরই ব্যালটে নির্বাচনের দাবিতে সরব হয় কংগ্রেস।
আরও পড়ুন, প্রকাশ্য সমাবেশে ছেলেকে 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ মুলায়মের!