রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা দিন, সুপ্রিম কোর্টে আবেদন নির্বাচন কমিশনের
কমিশন আদালতে জানিয়েছে যে, এই মুহূর্তে নির্বাচন বিধি ভঙ্গ করলেও সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও ক্ষমতাই নেই তাদের হাতে। আর তাই এ সংক্রান্ত ক্ষমতা চেয়েছে কমিশন।
নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষমতা দেওয়া হোক, এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাল ভারতীয় নির্বাচন কমিশন। অপরাধীদের নিয়ে রাজনৈতিক দল গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এদিন সেই মামলাতেই হলফনামা জারি করে নিজেদের মত জানায় নির্বাচন কমিশন।
কমিশন আদালতে জানিয়েছে যে, এই মুহূর্তে নির্বাচন বিধি ভঙ্গ করলেও সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও ক্ষমতাই নেই তাদের হাতে। আর তাই এ সংক্রান্ত ক্ষমতা চেয়েছে কমিশন। হলফনামায় নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, বিগত ২০ বছর ধরে একের পর এক সরকারকে এই বিষয়ে আইন প্রণয়ন করতে অনুরোধ করা হয়, কিন্তু কোনও সরকারই সে কথা কেনে নেয়নি। এই মামলায় কমিশন নিজেদের মত জানালেও, কেন্দ্রীয় সরকার এখনও জবাব দেয়নি।
আরও পড়ুন- বাবরির জমিতে মন্দির তৈরির প্রস্তাব দিয়ে শাস্তির মুখে ল’ বোর্ড সদস্য
অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা এই জনস্বার্থ মামলায় বলা হয়েছে, অপরাধীদের কোনও রাজনৈতিক দলের পদাধিকারীও করা যাবে না। আর যদি তা করা হয়, সেক্ষেত্রে অবিলম্বে সেই দলের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। তবে অপরাধীদের রাজনৈতিক দলের সদস্যপদ প্রাপ্তি নিয়ে আদালত যে হস্তক্ষেপ করবে না, তা এদিন স্পষ্ট করা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। কিন্তু, রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের যে ক্ষমতা নির্বাচন কমিশন চেয়েছে তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।