মতামত দিন, রাজনৈতিক দলের ক্যাশবাক্সে স্বচ্ছতা আনার পক্ষে সওয়াল জেটলির

 রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনা উচিত, মত জেটলির। 

Updated By: Jan 7, 2018, 07:52 PM IST
মতামত দিন, রাজনৈতিক দলের ক্যাশবাক্সে স্বচ্ছতা আনার পক্ষে সওয়াল জেটলির

ওয়েব ডেস্ক: রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের হিসাবও আতস কাঁচের তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। রবিবার ফেসবুকে পোস্টে অরুণ জেটলি লিখেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায় সরকার। এজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চায় সরকার। 

জেটলি লিখেছেন, ''ভারতে প্রতিবছরই কোনও না কোনও রাজ্যে নির্বাচন হয়। সেই নির্বাচনে খরচ হয়। এছাড়া, দল চালাতেও অর্থের দরকার। রাজনৈতিক দলগুলিকে তাই অনুদান দেন অনেক ব্যক্তি বা সংস্থাই। ছোট ছোট ব্যবসায়ী থেকে বড় শিল্পপতিরা রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে থাকেন। এই ব্যবস্থাতেই অভ্যস্ত হয়ে পড়েছে কয়েকটি রাজনৈতিক দল।''

আরও পড়ুন- বন্দে মাতরম গানে সংখ্যালঘু নেতাদের জোর করে দাঁড়াতে বাধ্য করল বজরং দল!

জেটলির মতে, এই গোটা ব্যবস্থাটাই অস্বচ্ছ। রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনা উচিত। এ ব্যাপারে সকলের মতামত চেয়েছেন অর্থমন্ত্রী।
 
গতসপ্তাহে নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছেন জেটলি। এই বন্ড বিক্রি করবে এসবিআই। বন্ডের মেয়াদ ১৫ দিন। নগদ অনুদানের বিকল্প হয়ে উঠতে পারে এই বন্ড।  

.