সংঘাতে যাদবপুর, মুখোমুখি বাম ছাত্র সংগঠনগুলি ও এবিভিপি
ABVP-কে রুখে দিল যাদবপুর ও প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গেটের কয়েক মিটার দূর থেকেই ফিরে গেল সংঘের ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল। তার আগে, দুই ছাত্রসংগঠনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তাল রইল ঢাকুরিয়া থেকে যাদবপুর।
ওয়েব ডেস্ক: ABVP-কে রুখে দিল যাদবপুর ও প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গেটের কয়েক মিটার দূর থেকেই ফিরে গেল সংঘের ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল। তার আগে, দুই ছাত্রসংগঠনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে উত্তাল রইল ঢাকুরিয়া থেকে যাদবপুর।
দেশদ্রোহের অভিযোগ তুলে ঢাকুরিয়া থেকে যাদবপুর প্রতিবাদ মিছিল ডাকে ABVP। যদিও, মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি নেতারাই। অন্যদিকে, ABVP-কে রুখতে বিশ্ববিদ্যালয়ের গেটে মানব বন্ধন ও অবস্থান করে একযোগে বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্রসংগঠন। ছাত্রদের নিরাপত্তায় রাস্তায় নেমে আসেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। সতর্ক ছিল পুলিসও। বিশ্ববিদ্যালয় থেকে বেশ খানিকটা দূরেই ABVP-কে রুখে দেয় তারা। এরপরেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন জনাকুড়ি ABVP সমর্থক। তাঁদের রুখে দেয় পুলিস। বেশ খানিক্ষণ বাকবিতণ্ডার পর সরে যান বিজেপি নেতানেত্রীরা।