সরকারকে সমর্থন করতে Sachin-Lata-কে টুইট করতে বলা উচিত হয়নি কেন্দ্রের: Raj Thackeray

গত ৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলন নিয়ে রিহানার মন্তব্যে পাল্টা টুইট করেন সচিন 

Updated By: Feb 7, 2021, 10:04 PM IST
সরকারকে সমর্থন করতে Sachin-Lata-কে টুইট করতে বলা উচিত হয়নি কেন্দ্রের: Raj Thackeray

নিজস্ব প্রতিবেদন: দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন পপ তারকা রিহানা ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। এনিয়ে তোলপাড় দেশের রাজনীতি। পাল্টা টুইট করেন সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেসকর। এনিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা(MNS) প্রধান রাজ ঠাকরে। তাঁর দাবি, কৃষি আইনকে সমর্থন করতে সচিন-লতাকে বাধ্য করেছে কেন্দ্র।

আরও পড়ুন-BJP ক্ষমতায় এলে বকেয়া সহ কৃষকদের PM-Kisan-এর টাকা দিয়ে দেবে সরকার: Modi

সংবাদসংস্থা এএনআইকে রাজ ঠাকরে(Raj Thackeray) বলেন, 'কৃষি আইনকে সমর্থন করে সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) ও লতা মঙ্গেসকরকে(Lata Mangeshkar) টুইট করতে বলা উচিত হয়নি কেন্দ্রের। এতে ওঁদের সুনাম নিয়ে প্রশ্ন উঠছে। এরা দুজনেই ভারতরত্ন। ওই টুইট করার জন্য অক্ষয় কুমারই যথেষ্ঠ। '

এর আগেও সচিন ও তার টুইট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ ঠাকরে। কৃষক আন্দোলন(Farmers Protest) নিয়ে রিহানা, থুনবার্গের মোকাবিলায় টুইট করার ফলে সোশাল মিডিয়ায় আক্রমণ করা হচ্ছে সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেসকরকে। ওদের এভাবে ময়দানে নামিয়ে দেওয়া ঠিক হয়নি সরকারের।

কী টুইট করেছিলেন সচিন? গত ৩ ফেব্রুয়ারি কৃষক আন্দোলন নিয়ে রিহানার মন্তব্যে পাল্টা টুইট করেন সচিন । লেখেন, 'ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোনও আপোশ করা উচিত নয়। বাইরের লোকজন আমাদের দেশের কোনও ঘটনার দর্শক হিসেবেই থাকতে পারেন। তাতে নাক গলাতে পারেন না। ভারত সরকারই দেশের কোনও বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে। দেশের সব মানুষের ঐক্যবদ্ধ থাকা উচিত।'

আরও পড়ুন-নদের নিমাইয়ের কীর্তনের তন্ময়তায় BJP-TMC 

উল্লেখ্য, দিল্লির কৃষক আন্দোলনের একটি ছবি দিয়ে পপ তারকা টুইট করেন, এনিয়ে কেন কথা বলছি না আমরা। তাতেই তোলপাড় শুরু হয়ে যায় দেশজুড়ে। অন্যদিকে, লতা মঙ্গেসকর টুইটে লেখেন, 'দেশের সাবার মাথা উঁচু করে বাঁচা উচিত। দেশের মানুষের কথা মাথায় রেখে দেশে বর্তমানে যে সমস্যার সম্মুখীন তার সমাধান করতে আমরা সমর্থ। '

কৃষক আন্দোলন নিয়ে টুইট বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সংবাদমাধ্যমে তিনি বলেন, কৃষকদের খালিস্তানি বা সন্ত্রাসবাদী বলতে পারেন না সরকার। এনিয়ে ভারতীয় তারকাদের প্রতিক্রিয়ায় অনেকই ক্ষুব্ধ। তাই সচিনের মতো তারকাদের উচিন ভেবেচিন্তে মন্তব্য করা।

.