অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার দাবিতে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করল জামাত

আইনি দিক উল্লেখ করে মদানি বলেন, 'রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দির ভেঙে যে মসজিদ তৈরি হয়েছিল তার প্রমাণ মেলেনি। অর্থাৎ মুসলিম পক্ষের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আদালতের রায় সম্পূর্ণ তার বিপরীত।' 

Updated By: Dec 2, 2019, 03:54 PM IST
অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার দাবিতে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করল জামাত

নিজস্ব প্রতিবেদন: রাম মন্দির রায় পুনর্বিবেচনার জন্য প্রথম আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। সোমবার আর্জিটি দায়ের করে জামায়েত উলেমায় এ হিন্দ। 

জামাতের প্রধান আরশাদ মদানি বলেন, দেশের মুসলিমদের একটা বড় অংশ সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছে না। আদালত আমাদের রায় পুনর্বিবেচনার আবেদনের অধিকার দিয়েছে। আমরা সেই আবেদন জানিয়েছি। 

কেন্দ্রের টাকা ফেরত পাঠাতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফড়ণবীস, চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার

আইনি দিক উল্লেখ করে মদানি বলেন, 'রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দির ভেঙে যে মসজিদ তৈরি হয়েছিল তার প্রমাণ মেলেনি। অর্থাৎ মুসলিম পক্ষের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আদালতের রায় সম্পূর্ণ তার বিপরীত।' 

৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় দেয় সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। সর্বসম্মত রায়ে আদালত অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরি হবে। মুসলিমদের বিকল্প ৫ একর জমি দিতে নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ে রাম মন্দির তৈরির পথে যাবতীয় বাধা কেটে গিয়েছে বলে দাবি বিজেপির।

.