৩০০ বছরে এই প্রথম মনে হচ্ছে ভারতের দারিদ্র দূরীকরণ সম্ভব: নারায়ণমূর্তি

বৃহস্পতিবার গোরক্ষপুরের মদনমোহন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন নারায়ণমূর্তি। সেখানেই তিনি বলেন, '৩০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন মনে হচ্ছে দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব। 

Updated By: Aug 23, 2019, 12:53 PM IST
৩০০ বছরে এই প্রথম মনে হচ্ছে ভারতের দারিদ্র দূরীকরণ সম্ভব: নারায়ণমূর্তি

নিজস্ব প্রতিবেদন: দেশে আর্থিক বৃদ্ধির হার কমায় যখন কেন্দ্রীয় সরকারকে সমানে বিঁধছে বিরোধীরা তখন সরকারের পাশে দাঁড়ালেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। তিনি বলেছেন, ৩০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে মনে হচ্ছে দেশে দারিদ্র দূরীকরণ সম্ভব। 

 

বৃহস্পতিবার গোরক্ষপুরের মদনমোহন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন নারায়ণমূর্তি। সেখানেই তিনি বলেন, '৩০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন মনে হচ্ছে দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব। এবার আমরা চেষ্টা করতে দরিদ্রতম শিশুটির চোখের জল মুছে দিতে পারে। গান্ধীজি তো এমনটাই চেয়েছিলেন।' 

কচুয়ায় লোকনাথধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, 'ব্যক্তিস্বার্থের থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমাদের থেকে এগিয়ে আছে এমন দেশের সঙ্গে তুলনা করতে হবে নিজেদের। তাদের থেকে শিখতেও হবে আমাদের।'

নারায়ণমূর্তি বলেন, 'সফটওয়্যার তৈরিতে গোটা বিশ্বে সব থেকে এগিয়ে রয়েছে ভারত। আমাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ৪ লক্ষ কোটি টাকা পার করেছে। ভারতের অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থাও সর্বকালে সর্বাধিক।'

.