বন্যার ভ্রূকুটি উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, আসামে, গৃহহীন লক্ষাধিক মানুষ

এ বছর বর্ষার প্রথম লগ্নে বৃষ্টির অভাব যেখানে খড়া পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেখানে গত এক মাসের অতি বৃষ্টির জেরে দেশের বিভিন্ন রাজ্য এখন বন্যার কবলে। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরাখন্ড, আসাম, উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত। দু'দিনের টানা বৃষ্টি ও ধসে শুধুমাত্র উত্তরাখন্ডেই প্রাণ হারিয়েছেন ৫০জন।  

Updated By: Aug 18, 2014, 02:13 PM IST
বন্যার ভ্রূকুটি উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, বিহার, আসামে, গৃহহীন লক্ষাধিক মানুষ

ওয়েব ডেস্ক: এ বছর বর্ষার প্রথম লগ্নে বৃষ্টির অভাব যেখানে খড়া পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেখানে গত এক মাসের অতি বৃষ্টির জেরে দেশের বিভিন্ন রাজ্য এখন বন্যার কবলে। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরাখন্ড, আসাম, উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত। দু'দিনের টানা বৃষ্টি ও ধসে শুধুমাত্র উত্তরাখন্ডেই প্রাণ হারিয়েছেন ৫০জন।  

গঙ্গা, মন্দাকিনী ও পিন্ডল নদীর জল শনিবার পর্যন্ত বিপদ সীমার উপরে বইছিল। যদিও রবিবার বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

প্রবল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে চারধাম যাত্রা। বদ্রীনাথ, যমুনত্রী, গঙ্গোত্রীর যাওয়ার পথে বহু মঠের সামনের রাস্তা ধস নেমে আবদ্ধ হয়ে রয়েছে।

উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ২৮জনের। বিহারের ন'টি জেলা ভারী বৃষ্টির ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৪লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ওড়িশাতে জুলাই মাস থেকে চলা টানা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ৪৭জন।

আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ব্রহ্মপুত্র ও তার শাখানদী গুলিতে বিপজ্জনক ভাবে জল বাড়ছে। উত্তর ও মধ্য আসামের বহু অংশ বর্তমানে বন্যা কবলিত।

 

 

.