ঝিলম নদী এখন মৃত্যু উপত্যকা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা
জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতির অবনতি। আজ ভোর রাত থেকে ফের লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত ভূস্বর্গের জনজীবন। কাল ঝিলমের জলস্তর বিপদসীমার কিছুটা নীচে নামলেও আজ ফের জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ধসে চাপা পড়ে ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ভোর থেকেই ফের বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে বিপদের আশঙ্কাও। রাজধানী শ্রীনগরের একাধিক এলাকা এখনও বানভাসি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ত্রাণ ও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতির অবনতি। আজ ভোর রাত থেকে ফের লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত ভূস্বর্গের জনজীবন। কাল ঝিলমের জলস্তর বিপদসীমার কিছুটা নীচে নামলেও আজ ফের জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ধসে চাপা পড়ে ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ভোর থেকেই ফের বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে বিপদের আশঙ্কাও। রাজধানী শ্রীনগরের একাধিক এলাকা এখনও বানভাসি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ত্রাণ ও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ভূস্বর্গে বিপর্যয়ে স্বাভাবিক জনজীবন ব্যহত হয়েছে জম্মু- কাশ্মীরে। পর্যটকরাও ফিরে আসছেন নিজস্ব শহরে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপরতার সাথে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।