পাস হয়েও সঙ্কটে খাদ্য বিল

রাজ্যসভায় খাদ্য সুরক্ষা বিল পাস করানো নিয়ে সঙ্কটে ইউপিএ। বাম-বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল এই বিলে সংশোধনীর আর্জি জানিয়েছে। ২৩৭টি সংশোধনীর আবেদন জমা পড়েছে। এরমধ্যে একটিও গৃহীত হলে সংশোধিত বিল ফের লোকসভায় পাস করাতে হবে সরকারকে। বিলে কোনও পরিবর্তন হলে আদতে তা কংগ্রেসের নৈতিক হার হবে বলে মত রাজনৈতিক মহলের। লোকসভার হার্ডল স্বচ্ছন্দে পেরোতে পারলেও খাদ্য সুরক্ষা বিল নিয়ে রাজ্যসভায় সরকারের পথের কাঁটা হয়ে দাঁড়াল বিরোধীরা। বিল নিয়ে সংসদের উচ্চকক্ষে আলোচনা হয় সোমবার। জমা পড়েছে ২৭৩টি সংশোধনীর আবেদন। বিজেপি, বামেরা ছাড়াও তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেডি, জেডিইউ সহ একাধিক দল সংশোধনীর আর্জি জমা দিয়েছে. লোকসভায় ইউপিএ-র সংখ্যাগিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় পাল্লা ভারী বিরোধীদের। ফলে সোনিয়া গান্ধীর এই ড্রিম প্রজেক্টের ভবিষ্যত কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিল তড়িঘড়ি পাস করানোর চেষ্টা নিয়ে সরকারকে বিঁধেছে বিজেপি।  

Updated By: Sep 2, 2013, 10:50 PM IST

রাজ্যসভায় খাদ্য সুরক্ষা বিল পাস করানো নিয়ে সঙ্কটে ইউপিএ। বাম-বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল এই বিলে সংশোধনীর আর্জি জানিয়েছে। ২৩৭টি সংশোধনীর আবেদন জমা পড়েছে। এরমধ্যে একটিও গৃহীত হলে সংশোধিত বিল ফের লোকসভায় পাস করাতে হবে সরকারকে। বিলে কোনও পরিবর্তন হলে আদতে তা কংগ্রেসের নৈতিক হার হবে বলে মত রাজনৈতিক মহলের। লোকসভার হার্ডল স্বচ্ছন্দে পেরোতে পারলেও খাদ্য সুরক্ষা বিল নিয়ে রাজ্যসভায় সরকারের পথের কাঁটা হয়ে দাঁড়াল বিরোধীরা। বিল নিয়ে সংসদের উচ্চকক্ষে আলোচনা হয় সোমবার। জমা পড়েছে ২৭৩টি সংশোধনীর আবেদন। বিজেপি, বামেরা ছাড়াও তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেডি, জেডিইউ সহ একাধিক দল সংশোধনীর আর্জি জমা দিয়েছে. লোকসভায় ইউপিএ-র সংখ্যাগিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় পাল্লা ভারী বিরোধীদের। ফলে সোনিয়া গান্ধীর এই ড্রিম প্রজেক্টের ভবিষ্যত কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিল তড়িঘড়ি পাস করানোর চেষ্টা নিয়ে সরকারকে বিঁধেছে বিজেপি।
 
সরকারপক্ষ একে জনগণের স্বার্থরক্ষায় অপরিহার্য হিসেবে তুলে ধরতে ব্যস্ত। রাজ্যসভায় যে ২৩৭টি সংশোধনীর আবেদন জমা পড়েছে তার মধ্যে একটিও গৃহীত হলে সংশোধনীসমেত বিল ফেরত যাবে লোকসভায়। সেখানে ওই পরিবর্তিত বিল ফের পাস করাতে হবে সরকারকে। নয়ত বিল প্রত্যাহার করে ফের তা ক্যাবিনেট-লোকসভা-রাজ্যসভায় পাস করাতে হবে ইউপিএ সরকারকে। কিন্তু লোকসভা নির্বাচনে এই বিলকে তুরুপের তাস করতে উদ্যোগী কংগ্রেসের হাতে এত সময় নেই। এদিকে খাদ্য সুরক্ষ বিলকে আগাগোড়া সোনিয়া গান্ধীর মস্তিষ্কপ্রসূত বলে প্রচারে ব্যস্ত কংগ্রেস এতে কোনওরকম পরিবর্তন আনতেও নারাজ। রাজনৈতিক মহলের মত, বিরোধীদের দাবিমতো রাজ্যসভায় বিলটি শেষপর্যন্ত বদলে গেলে একে কংগ্রেসের নৈতিক হার হিসেবে তুলে ধরতে পারে বিরোধীরা।

.