FTII-এর ৫ ছাত্রের জামিন মঞ্জুর

বুধবার গভীর রাতে FTII-এর ক্যাম্পাস থেকে গ্রেফতার হওয়া ৫ ছাত্রের জামিন মঞ্জুর করল আদালত।

Updated By: Aug 19, 2015, 05:51 PM IST
 FTII-এর ৫ ছাত্রের জামিন মঞ্জুর

ওয়েব ডেস্ক: বুধবার গভীর রাতে FTII-এর ক্যাম্পাস থেকে গ্রেফতার হওয়া ৫ ছাত্রের জামিন মঞ্জুর করল আদালত।

গভীর রাতে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অভিযান চালিয়ে পাঁচ ছাত্রকে গ্রেফতার করে পুলিস। রাত বারোটা নাগাদ বিশাল পুলিসবাহিনী ক্যাম্পাসে হানা দেয়। ডিরেক্টরকে ঘেরাও করার অভিযোগে পনেরো জনের বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। তার জেরেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিস। গত সোমবার এফটিআইআইয়ের ডিরেক্টর প্রশান্ত পাথরাবেকে ঘেরাও করেছিল ছাত্রছাত্রীরা। এরপরই থানায় এফআইআর করেন ডিরেক্টর। শুধু ডিরেক্টরকে ঘেরাও নয়। ধৃতদের বিরুদ্ধে রায়ট এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।  FIR-এ  নাম থাকা দুই ছাত্রী ক্যাম্পাসে থাকলেও রাতে তাদের গ্রেফতার করা হয়নি। ওই দুই ছাত্রী সহ বাকি সব অভিযুক্তদের পুলিস দিনের বেলায় আত্মসমর্পণ করতে বলেছে। ধৃত ছাত্রদের মধ্যে রয়েছেন রাজনাথ নায়ার, বিকাশ উরস, অজয়ন আদতের মতো প্রথমসারির আন্দোলনকারীরা। প্রধান পনেরো জন ছাড়াও ওয়ারেন্টে আরও তিরিশ জন ছাত্রছাত্রীর নাম রয়েছে।

.