গঙ্গার প্রতি বিন্দু জল বাঁচাতে জি মিডিয়ার আন্দোলনে যোগ দিন

গঙ্গা শুধু আমাদের কাছে একটি নদী নয়। গঙ্গা আমাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক। গঙ্গার সঙ্গে আমাদের দেশাত্মবোধও জড়িয়ে রয়েছে। তাই গঙ্গা নদীকে বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক জি মিডিয়া। গঙ্গাজলকে পবিত্র মনে করে প্রায় প্রতিটি ঘরে তা রাখা হয়। কিন্তু, আমাদের অবহেলার কারণে এই শুদ্ধ জলই ক্রমশ দূষিত হয়ে উঠছে। কল কারখানার বর্জ্য এবং শহুরে আবর্জনার জেরে প্রতিনিয়ত একটু একটু করে অস্তিত্ত্ব হারাচ্ছে গঙ্গা।

Updated By: May 20, 2014, 11:35 AM IST

গঙ্গা শুধু আমাদের কাছে একটি নদী নয়। গঙ্গা আমাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক। গঙ্গার সঙ্গে আমাদের দেশাত্মবোধও জড়িয়ে রয়েছে। তাই গঙ্গা নদীকে বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক জি মিডিয়া। গঙ্গাজলকে পবিত্র মনে করে প্রায় প্রতিটি ঘরে তা রাখা হয়। কিন্তু, আমাদের অবহেলার কারণে এই শুদ্ধ জলই ক্রমশ দূষিত হয়ে উঠছে। কল কারখানার বর্জ্য এবং শহুরে আবর্জনার জেরে প্রতিনিয়ত একটু একটু করে অস্তিত্ত্ব হারাচ্ছে গঙ্গা।

১৯২৫ সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান বানিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। উনত্রিশ বছরে ৪০ হাজার কোটিরও বেশি টাকা খরচ করেও গঙ্গার হাল ফেরানো সম্ভব হয়নি। বিজ্ঞানীরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ২০৩০ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গঙ্গা। গঙ্গা নদী যদি অস্তিত্ত্ব হারায়, তাহলে সঙ্কটাপন্ন হবে ভারতীয় সংস্কৃতিও।

গঙ্গাকে বাঁচাতে উদ্যোগী হয়েছে ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক জি মিডিয়া। এই উদ্যোগের নাম গঙ্গাজল- মাই প্রাইড। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার প্রতি বিন্দু জলকে বাঁচাতে শুরু হয়েছে এই আন্দোলন। আপনিও যদি এই উদ্যোগে সামিল হতে চান তাহলে 09540285000 এই নম্বরে মিস কল দিন এবং আপনার মতামত জানাতে gangajal@zeenetwork,com এ মেল করুন। এবং গঙ্গার সঙ্গে নিজের সেভ করুন।

.