৬ বছরে রেকর্ড পতন, এক ধাক্কায় ৫ শতাংশে নেমে এল জিডিপি বৃদ্ধির হার
২০১৮-১৯ আর্থিক বছরের এই সময়ে দেশে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদন: চাপ বেড়ে গেল মোদী সরকারের ওপরে। চলতি আর্থিক বছরের শুরুতেই বড় ধস দেশের আর্থিক বৃদ্ধিতে। গত ছয় বছরে জিডিপি বৃদ্ধির হার এতটা নেমে যায়নি কখনও।
আরও পড়ুন-'মমতাকে বিজেপিতে স্বাগত', বিধানসভায় গিয়ে বলে এলেন মুকুল রায়
গত এপ্রিল থেকে জুন পর্যন্ত গত ৩ মাসে জিডিপি বৃদ্ধির হার কমে হল ৫ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৮ শতাংশ। শুক্রবার এমনই একটি পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র।
GDP at Constant (2011-12) Prices in Q1 of 2019-20 is estimated at 35.85 lakh crore, as against 34.14 lakh crore in Q1 of 2018-19, showing a growth rate of 5.0 % pic.twitter.com/0TBAkuTwKO
— ANI (@ANI) August 30, 2019
গত সাত বছরে বছরের এই অংশে জিডিপি এতটা কখনও কমেনি। ২০১২-১৩ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৪.৯ শতাংশ। ২০১৮-১৯ আর্থিক বছরের এই সময়ে দেশে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। অর্থাত্ এক বছরে এই সময়ে আর্থিক বৃদ্ধির হার এক ধাক্কায় কমে গেল প্রায় ৩ শতাংশ।
আরও পড়ুন-বিধানসভায় পাস হল গণপিটুনি প্রতিরোধ বিল, বাংলায় 'নবজাগরণের' ডাক মমতার
বিশেষজ্ঞদের মতে বাজারে চাহিদার মন্দা ও ব্যাঙ্কে ঋণেখোলাপি বৃদ্ধি পাও জিডিপি নেমে যাওয়ার পেছনে কারণ হতে পারে। উত্পাদন শিল্পে লক্ষ্যনীয় মন্দা দেখা গিয়েছে। এর প্রভাবও কিছুটা পড়েছে বলে মনে করা হচ্ছে।